ওলা, এই সংস্থা চলছে ইতিমধ্যে একাধিক দৃষ্টান্ত স্থাপন করে ফেলেছে। গত বছরই ছুয়ে ফেলেছে একাধিক মাইলফলক। গত বছরই বর্ধিত ইলেকট্রিক ভেহিকেলস এর চাহিদার কথা ভেবে এনেছে ইলেকট্রিক স্কুটার। এই মুহূর্তে বাজারে তিনটি ইলেকট্রিক স্কুটারের বিক্রি চালু রেখেছে ওলা। আর নতুন বছর ফের তারা নিয়ে নিয়েছে নতুন পদক্ষেপ। স্কুটারের পর ইলেকট্রিক মোটরসাইকেল আনার পরিকল্পনা করে ফেলেছে OLA
খবর আগামী ৯ই ফেব্রুয়ারি লঞ্চ ইভেন্টে সেই মোটরসাইকেল গুলির ওপর থেকে পর্দা সরাতে পারে এই কোম্পানি। চলুন আসন্ন বাইক গুলির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নিন-
এখনো পর্যন্ত যে খবর মিলেছে তাতে মনে করা হচ্ছে তিনটি মডেল লঞ্চ হতে পারে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাদের মধ্যে ফ্ল্যাগশিপ মডেলের রেঞ্জ ১৭৪ কিমি এবং সর্বোচ্চ স্পিড ১১০kmph. এই মডেলের এডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এর মত উন্নত সুরক্ষা ফিচারস ও থাকবে। এই ফিচার্স প্যাকড মোটরসাইকেলের দাম শুরু হতে পারে ১.৫ লাখ টাকা থেকে দ্বিতীয় মডেলটি অর্থাৎ Ola performax আবার তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। যার মধ্যে প্রথম ভেরিয়েন্টের রেঞ্জ মিলবে 91km ও 93 টপ স্পিড।
সম্ভাব্য দাম 1,05,000 টাকা। দ্বিতীয়’র রেঞ্জ 133km ও 95 kmph টপ স্পিড। এর সম্ভাব্য দাম 1,15,000 টাকা। তৃতীয় ভেরিয়েন্টে 174 km রেঞ্জ আর সর্বোচ্চ গতি 95 Kmph. সম্ভাব্য দাম 1,25,000 টাকা।তৃতীয় মডেলটি Ola Range হতে চলেছে এন্ট্রি লেভেলের। এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হতে পারে ৮৫ হাজার টাকা থেকে। যেখানে মিলবে ৮০ কিমি সর্বোচ্চ রেঞ্জ আর টপ স্পিড ৯৩kmph. অপরদিকে এই মডেলের টপ ভেরিয়েন্ট সর্বোচ্চ রেঞ্জ অফার করবে ১৫৩ কিমি ও টপ স্পিড উপভোগ করতে পারবেন ৯১kmph.