টেক নিউজনিউজ

তেল নয়, এবার হাওয়াতেই চলবে চার চাকা গাড়ি! অসাধারণ আবিষ্কারের প্রশংসায় গোটা বিশ্ব

Advertisement
Advertisement

যত দিন বাড়ছে ততই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। চলতি বছর করোনা আবহে এমনিতেই সকলের পকেটে ধরেছে টান তারমধ্যে পেট্রোল-ডিজেলের চড়া দামে কপালে ভাঁজ অনেকের। এরই মাঝে সুখবর বাজারে আসতে চলেছে ‘ হাওয়া গাড়ি’।

‘হাওয়া গাড়ি ‘ নামটা শুনে নিশ্চয়ই খুব অবাক লাগছে। হাওয়ার আর গাড়ি এও কি সম্ভব! রূপকথার গল্প নাকি? যদি এরকম ভাবেন তাহলে একদম ভুল। সবকিছু কে পিছনে ফেলে এবার বাজারে আসতে চলেছে ‘হাওয়া গাড়ি’ অর্থাৎ ‘হাইড্রোজেন কার’। এই গাড়ির একজস্টে কোনও ধোঁয়া নেই শুধু মাত্র ফোঁটা ফোঁটা জল ঝরে৷ সবথেকে আকর্ষনীয় ব্যাপার গাড়ির প্রায় কোনও আওয়াজ নেই৷

যদি একবার গাড়ির ট্যাংক ভরেন তাহলে সে চারশো কিলোমিটার যেতে পারে এই গাড়ি৷ ‘টোটাল’ তেলের কোম্পানির মানুয়েল ফুক্স এই প্রসঙ্গে বলেন, ‘হাইড্রোজেন কার এমন একটি গাড়ি যা ইতিমধ্যে অফিস কার হিসেবে অনেকেই ব্যবহার করছে। কারণ এই গাড়িতে জ্বালানি নেওয়ার সময় যেমন কম তেমনই একবার ট্যাংক ভরলে বহুদূর যাওয়া যায়৷ হাইড্রোজেন এভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে পিছনে ফেলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে ‘ লিন্ডে ‘অন্যতম। কোটি কোটি ইউরো-র এক অনাবিষ্কৃত বাজার এবং ব্যবসা, যার জন্য ‘লিন্ডে’ ইতিমধ্যেই একটি ‘ফিলিং প্ল্যান্ট’ তৈরি করে ফেলেছে৷ আর কয়েক বছরের মধ্যেই এখান থেকে ট্যাংকেরে করে জ্বালানি যাবে খরিদ্দারদের কাছে৷ তবে এই গাড়িটি কিনতে পাওয়া যাবে আগামী বছর থেকে৷

‘লিন্ডে’ কোম্পানির টিম হাইস্টারকাম্প এই প্রসঙ্গে বলেন, ‘আমরা যদি ধরে নিই যে, মাঝারি বা দীর্ঘমেয়াদি সূত্রে আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে হাইড্রোজেন সৃষ্টি করতে পারব, তাহলে আমরা অশ্মীভূত জ্বালানি আমদানি থেকে অনেকটা সরে আসতে পারব’। এই কোম্পানি বহু বছর যাবৎ নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করে আসছে৷ কারখানার ম্যানেজার জানান , চাহিদা একদিন বাড়বেই৷ তখন ‘লিন্ডে ‘ প্রতিযোগীরা এই ধরনের কারখানা বানাতে হিমশিম খেয়ে যাবে৷ এই পাইপের জঙ্গল দেখলে বোঝা যায় যে, এটা একটা খুব জটিল প্রযুক্তি।এই যাবৎ সারা দেশে খুব বেশি হাইড্রোজেন ভরার কেন্দ্র নেই৷ আর দশ বছরের মধ্যে দেশজোড়া একটা নেট তৈরি হয়ে যাওয়ার কথা৷ কারখানার পরিচালক রেনে ম্যুলার কথায়, ‘ এই দক্ষতায় পৌঁছাতে বহু বছর কেন, বহু দশক লেগে যায়’। জানিয়ে রাখি, গ্যাসের আগুন চুল্লিটিকে ১,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি উত্তপ্ত করে৷ সেই উত্তাপে জল হাইড্রোজেনে পরিণত হয়, যা ওই জ্বালানি শক্তিকে ধরে রাখে৷

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles