অনেকেরই জীবনের প্রথম মোবাইল ছিল হয়তো Nokia -এর। আজো এর কলারটিউন মনে আছে সকলের। তবে অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে ধীরে ধীরে নোকিয়া ফোনের জনপ্রিয়তা কমতে থাকে। তবে নতুন বছর নিজেদের পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে প্রস্তুত এই সংস্থা আর তাইতো একের পর এক স্মার্ট ফোন লঞ্চ করার ঘোষণা করে চলেছে Nokia.সম্প্রতি শোনা যাচ্ছে NOKIA SAFARI EDGE নামে একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Nokia.
ইতি মধ্যে যার স্পেসিফিকেশন এর সামনে চলে এসেছে। জানা যাচ্ছে ফোনটি পাওয়া যাবে ১২ জিবি র্যাম এর ভ্যারিয়ান্টে। দেওয়া থাকবে 4k রেজোলিউশন সহ 6.5 ইঞ্চি সুপার Amoled display. ব্যাটারি লাইফও বেশ নজরকাড়া কারণ এতে দেওয়া হয়েছে ৮৯০০mAh battery. নোকিয়া হ্যান্ডসেটটি ৮gb+১২৮ gb, ১২৮+২৫৬ GB Rom সহ আসে। এছাড়াও উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়েলকাম স্ন্যাপড্রাগন ৮৮৮ SOC প্রসেসর।
ফটোগ্রাফির জন্য এতে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি লেন্স ৬৪ এমপি, সাথে ৩২ এমপি ৮ Mp ৫ এমপি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। সেলফির জন্য থাকছে ৪৪ এমপি ফ্রন্ট ক্যামেরা। যথেষ্ট আপডেট করা হয়েছে নোকিয়ার ফোনে।
এসব ছাড়াও যোগ করা হয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। শুধু তাই নয় ফোনের কানেক্টিভিটির জন্য 5G LTE, WIFI, GPRS প্রভৃতি ফিচারস রয়েছে। অনুমান করা হচ্ছে এর দাম হতে পারে ৩৬ হাজার টাকা। চলতি বছরের চলতি মাসেই লঞ্চ হবে ফোন এমনটাই আশা।