টেক নিউজনিউজ

বাচ্চাদের জন্য মাত্র ৮ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটার আনল NIU, থাকছে নজরকাড়া ফিচারস

এবার বাচ্চাদের জন্য একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে চীনের সংস্থা ‘NIU’। ‘NIU Mavericks NQi’ নামক স্কুটারটি বাচ্চাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। যার ওজন ভীষণই কম এবং একাধিক ফিচার রয়েছে এই স্কুটারে। আর দামের দিক দিয়ে দেখতে গেলেও সেটি পকেটসুলভ। আসুন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

1. এর ওজন মাত্র 11 কেজি। তবে তা 80 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।

2. এতে ইউএসবি এবং এসডি কার্ডের সাপোর্টও রয়েছে। এগুলির মাধ্যমে গান বাজানো যায়। এছাড়াও, নানান রঙের আলো দেওয়া হয়েছে যা শিশুদের আকর্ষণীয় লাগবে।

3. তিনটি গিয়ার রয়েছে যা ফরোয়ার্ড, রিভার্স এবং পার্কিং ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। এই স্কুটারে অতিরিক্ত চাকাও রয়েছে।

4. ব্যাটারী দেখতে গেলে, 12V4.5A লিড অ্যাসিড ব্যাটারী রয়েছে। এটি ঘণ্টায় 50 কিলোমিটার বেগে চলতে পারে। ফুলচার্জে 7.5 কিলোমিটার বা 90 মিনিট চলতে সক্ষম।

দাম: চীনে এর দাম মাত্র 699 ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা 8,399 টাকা।