কোল্ডড্রিংকসের পাশাপাশি এবার ‘কোকাকোলা’ নিয়ে আসতে চলেছে তাদের স্মার্টফোন। আগামী সপ্তাহেই ভারতের বাজারে সেই ফোন লঞ্চ হবে। আসলে ‘Realme’ সংস্থার সাথে হাত মিলিয়ে এই ফোনটি লঞ্চ করতে চলেছে তারা। ‘Realme 10 pro 5g’কে নতুন ব্র্যান্ডিং করে ভারতে এই ফোন লঞ্চ করা হতে চলেছে। এর আগে ফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে।
আর এবার নতুন স্মার্টফোনের সাথে থাকবে কোকাকোলা’র ব্র্যান্ডিং। জানা গিয়েছে আগামী ১০ই ফেব্রুয়ারী এই ফোন লঞ্চ করা হবে ভারতের বাজারে। লঞ্চ ইভেন্ট শুরু হবে ১২.৩০ মিনিটে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্মার্টফোনের বুকিং। এই ফোনটি মূলত রিয়েলমি সংস্থার ওয়েবসাইট থেকে বুক করা যাবে। জানা গিয়েছে, এই ফোনটি বুকিং করলে সম্পূর্ণ বিনামূল্যে জিতে চাওয়ার সুযোগও থাকবে।
আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ফোনের কিছু ফিচার সম্পর্কে-
১. লাল কালো ডুয়াল টোন ফিনিশের এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির IPS ডিসপ্লে। এছাড়া সর্বোচ্চ ৬৮০ NITS ব্রাইটনেস রয়েছে।
২. এই ফোনে থাকবে ১২০ Hz রিফ্রেশ রেট।
৩. অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের এই ফোনটিতে থাকছে snapdragon ৬৯৫ চিপ সেট।
৪. ৫০০০ mAh ব্যাটারী-সহ থাকবে ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ।
৫. প্রাইমারি ক্যামেরা ১০৮ এম পি SAMSUNG HM6 এর যুক্ত। এছাড়া ১৬ এমপির ফ্রন্ট ক্যামেরা।
দাম: ৬জিবি +১২৮জিবি ভেরিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। ৮জিবি +১২৮জিবি স্টোরেজের ফোনটির দাম ১৯,৯৯৯ টাকা।