Royal Enfield এখন অতীত! বাজার কাঁপাতে সেরা বাইক লঞ্চ করলো Bajaj

শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে আরেকটি নতুন গাড়ি। আর সেই গাড়িটি লঞ্চ হতে চলেছে Bajaj কোম্পানির মাধ্যমে। এবার ভারতীয় বাজারে Bajaj কোম্পানি তাদের সংস্থার একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। সেটি হল Bajaj Avenger 160cc-এর নতুন রূপ। আর এই নতুন মডেলে থাকবে একাধিক নতুন ফিচার যা চোখ ধাঁধিয়ে যাবে, এমনটাই জানানো হয়েছে কোম্পানির তরফে। ইতিমধ্যে কোম্পানির তরফে একটি ছবি প্রকাশ পেয়েছে।
তবে কী কী রয়েছে Bajaj Avenger 220 cc গাড়ির ফিচার হিসেবে তা দেখে নেওয়া যাক –
প্রথমেই গাড়িটির দাম নিয়ে জানিয়ে রাখি। গাড়িটি বর্তমানে দিল্লির এক্স শোরুমে রয়েছে। এটির দাম ১.৪২ লক্ষ টাকা। কোম্পানির তরফে জানানো হয়েছে, তাদের এই নতুন গাড়িটি রয়্যাল এনফিল্ড-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের বাজারে আসতে চলেছে। Bajaj Avenger 160 লঞ্চ হওয়ার তিন বছর পর বাজারে আসছে এই কোম্পানির নতুন গাড়ি।
Bajaj Avenger 220 cc গাড়িটি 220cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন প্রদান করবে। এই শক্তিশালী ইঞ্জিনটি 19 bhp শক্তি এবং 17.55 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে। ইঞ্জিনটি নিয়ন্ত্রিত হবে 5speed ম্যানুয়াল গিয়ার দ্বারা। এই গাড়িটি E20 ফুয়েলে চলতে পারবে।
অর্থাৎ এই গাড়ির জ্বালানিতে ৮০ শতাংশ পেট্রোল ও ২০ শতাংশ ইথানলের মিশ্রণে এটি চলতে পারবে। এছাড়া বাইকটিতে রয়েছে গ্র্যাব রেল, হ্যান্ডেলবার, হেডলাইট কাউল, অ্যাম্বার ব্যাকলিট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া থাকবে ১৩ লিটার জ্বালানির ট্যাঙ্ক।