Redmi, Realme-দের টেক্কা দিতে সস্তায় আসছে Moto G13, লঞ্চের আগেই ফাঁস ফিচারস

Advertisement

খুব শীঘ্রই এবার জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘মোটোরোলা’ তাদের G সিরিজের G13 স্মার্টফোনটি বাজারে লঞ্চ করবে বলে জল্পনা চলছে। জানা গিয়েছে এই স্মার্টফোনটি ধূসর এবং সাদা রঙে পাওয়া যাবে। ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে এই স্মার্টফোনের শীর্ষে পাঞ্চ-হোল কাটআউট এবং নীচের অংশে একটি পুরু চিবুক দেখা যাবে।

Advertisements

যেখানে একটি বক্সি ফর্ম ফ্যাক্টর এবং রিয়ার প্যানেলে একটি বর্গাকার ক্যামেরা মডিউল থাকবে। স্মার্টফোনটির ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটনগুলি অবস্থান করবে। এছাড়া পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। জানা গিয়েছে, এই স্মার্টফোনটি আইপি৫২ রেটিং প্রাপ্ত চ্যাসিস-সহ আসতে চলেছে।

Advertisements

ফিচার:

১. ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস দেবে।

২. ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে। থাকবে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।

৩. এটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে।

৪. ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স থাকবে। এছাড়া ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেখা যাবে।

৫. ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারী উপলব্ধ হবে।

শুধু তাই নয় ফোনটিতে ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এবং এনএফসি ‘ও থাকতে চলেছে।

Related Articles