জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘মোটোরোলা’ সম্প্রতি লঞ্চ করলো ‘Moto E13’ নামক একটি স্মার্টফোন। আর আপনাদের জানিয়ে রাখা ভালো ‘ফার্স্ট সেল’ অফারের অধীনে সেটিকে মাত্র ৬,০০০ টাকাতেই বাড়িতে নিয়ে আসা যাবে। কীভাবে? আসুন তাহলে সেই বিষয়ে সম্পূর্ণ জেনে নেওয়া যাক। ভারতীয় বাজারে মূলত দুটি ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করা হয়েছে। ২ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড মডেলটির দাম ৭,৯৯৯ টাকা।
ফার্স্ট সেল’ অফারের মধ্যে রয়েছে একাধিক সুবিধা। যেমন ‘HSBC’, ‘IndusInd ব্যাঙ্ক’ এবং ‘OneCard’ ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মোট মূল্যের উপর ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ‘Flipkart Axis’ ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে মিলবে ৫% ক্যাশব্যাক। মাসিক ২৪৭ টাকা ইএমআই প্রদানের মাধ্যমেও এই ফোন কিনতে পারেন। এখানেই শেষ নয় সংস্থার তরফ থেকে জানানো হয়েছে জিওর গ্রাহকেরা ২,৫০০ টাকার সমতুল্য বেনিফিট এবং ফ্ল্যাট ৭০০ টাকার ক্যাশব্যাকের সুবিধাও পাবেন।
ফিচার্স:
১. ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০X১৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে।
২. ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ-নচ স্টাইলের, যেখানে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।
৩. এই ফোনে অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করে হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
৪. রয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারী, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ৪জি, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক।