ভারতে বাজারে যেকটি সংস্থার চার চাকা গাড়ি বিক্রি হয় তাদের মধ্যে অন্যতম মারুতি সুজুকি। ভারতে এই সংস্থার গাড়িগুলি খুবই জনপ্রিয়। তবে নতুন বছর এই সংস্থা পরিবেশ বান্ধব গাড়ি আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। বৈদ্যুতিক গাড়ির বাজারের আলোড়ন ফেলতে মারুতি সুজুকি ইতিমধ্যে ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যে ছটি নতুন মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এ বছরই অটো এক্সপোতে সংস্থাটি তাদের একাধিক মডেলের ঝলক দেখিয়েছে।
যার মধ্যে অন্যতম Jimny এবং Fronx. কোম্পানির তরফে জানানো হয়েছে এই দুটি গাড়ির ইলেকট্রিক ভার্সন আনা হবে। এমনকি প্রকাশিত একটি টিজার ভিডিওতে wagonR এর ইলেকট্রিক ভার্সনের নির্মাণ কাজ চলার বিষয় উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত ২০১৮ থেকেই মারুতি সুজুকি তাদের অল ইলেকট্রিক ওয়াগণার হ্যাজব্যাকের টেস্টিং চালাচ্ছে।
আর বর্তমানে একটি রিপোর্টের দাবি অনুযায়ী সর্বপ্রথম ইভি মডেল হিসাবে এটাই আসতে পারে। তবে তাদের প্রতিটি গাড়ির মতো এখানেও সাধ্যের মধ্যে দাম রাখার কথা মাথায় রেখেছে সংস্থা। WagonR এর ইলেকট্রিক ভার্সন ১০ লাখের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। যে টিজার প্রকাশিত হয়েছে তা থেকে সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।
ডিজাইনের দিক থেকে এটি জাপানের বাজারে উপলব্ধ মডেলটি ন্যায় দেখতে। আর আশা করা হচ্ছে এটি সিঙ্গেল চার্জার ৩০০ কিমি পথ চলতে সক্ষম হবে। পরবর্তী বছর থেকে ২০২৫ এর মধ্যে মারুতি সুজুকি তাদের প্রথম ব্যাটারি চালিত গাড়ি আনবে বলেই নিশ্চিত করেছে।