শক্তিশালী পাওয়ারের সাথে লঞ্চ হতে চলেছে নয়া Maruti Swift, ফিচারস জানলে চমকে যাবেন

অটোমোবাইল দুনিয়ায় ‘মারুতি সুজুকি’ সংস্থার নাম সকলেরই পরিচিত। তবে এসইউভি সেগমেন্টে তারা খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি। যদিও ‘Grand Vitara’ এবং ‘Fronx’ নামক দুটি গাড়ির মাধ্যমে এsইউভি’এর দুনিয়ায় নিজেদের জায়গা পাকাপোক্ত করতে চলেছে এই সংস্থা। ‘Fronx’ মডেলটিতে বিশেষভাবে টিউন করা টার্বো পেট্রোল ইঞ্জিন অপশন ব্যবহার করেছে তারা। তবে শুধু এই মডেলেই নয় আরো বেশ কয়েকটি মডেলে এরকম ইঞ্জিন ব্যবহার করা হবে। যার মধ্যে অন্যতম হলো ‘Maruti Swift’এর আপডেটেড ভার্সন।
এছাড়াও আর কী কী পরিবর্তন থাকতে পারে নতুন ভার্সনে?
শোনা যাচ্ছে এই সংস্থা তার আগামী গাড়িগুলিতে নতুন বুস্টার জেট ইঞ্জিন ব্যবহার করার পরিকল্পনা করেছে। ১.০ লিটারের এই বুস্টার জেট ইঞ্জিনটি থেকে ৯৮ বিএইচপি শক্তি এবং ১৪৮ এনএম টর্ক উৎপন্ন হবে।
এই ইঞ্জিন আকর্ষণীয় ড্রাইভ অভিজ্ঞতা প্রদান করবে। জানিয়ে রাখা ভালো এই গাড়িতে একাধিক ইঞ্জিন অপশন আনা হবে। যেমন এতে মধ্যে থাকবে একটি স্ট্রং হাইব্রীড প্রযুক্তির পেট্রোল ইঞ্জিন। এছাড়া ১.২ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন। স্ট্রং হাইব্রীড প্রযুক্তির পেট্রোলচালিত ইঞ্জিনটি প্রযুক্তিগত কারণে অধিক মাইলেজ প্রদান করতে পারবে।
অন্যদিকে আরো পরিবর্তনের কথা বলতে গেলে, এই গাড়ি বর্তমানের তুলনায় আরো কিছুটা ছিমছাম স্টাইলের হতে চলেছে। গাড়ির বনেটে নতুন ধরনের ডিজাইন দেখা গিয়েছে। বদলেছে দরজার হ্যান্ডেলের পজিশন। আগের গাড়ির তুলনায় দরজার হ্যান্ডেলগুলি খানিকটা বেশি গোলাকার। তবে সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে আপাতত অপেক্ষা করতে হবে এই গাড়ি লঞ্চ হওয়ার জন্য।