কার্বন নিঃসরণ কমাতে ইতিমধ্যে জ্বালানি তেলের পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়ির জগতে প্রবেশ করছে অটোমোবাইল শিল্প। চাহিদা বাড়ছে বৈদ্যুতিক গাড়িগুলো। সেই চাহিদার কথা মাথায় রেখেও প্রত্যেকটি সংস্থা পরিবেশ বান্ধব গাড়ি তৈরির দিকে মন দিচ্ছে। এমনকি বৈদ্যুতিক গাড়ি থেকে একটা এগিয়ে toyota, MG এর মত কিছু সংস্থা হাইড্রোজেন গাড়ির উপর মনোনিবেশ করছে। তবে এবার এই সমস্ত সংস্থাকে তাদের নতুন ভাবনা দিয়ে পিছনে ফেলে দিল জনপ্রিয় কোম্পানি Maruti suzuki.
এই জনপ্রিয় সংস্থাটি বায়োগ্যাস চালিত গাড়ি নিয়ে আসার পরিকল্পনা করছে যার মূল উপাদান হতে চলেছে গোবর। এই কোম্পানির সম্প্রতি ফুয়েল বিকল্প গুলিতে ফোকাস করার কথা বলেছে। সেই চিন্তা ভাবনা থেকেই বায়োগ্যাস তৈরিতে গোবর ব্যবহার করবে যা ভবিষ্যতে CNG গাড়ি চালানোর কাজে ব্যবহৃত হবে। মারুতি সুজুকি তরফ থেকে এ বিষয়ে বলা হয়েছে যে কার্বন নিঃসরণ কমানো তাদের মূল লক্ষ্য। দেশের গ্রামাঞ্চলে প্রায় অধিকাংশ মানুষ গোবরকে বর্জ্য হিসেবে ব্যবহার করে।
সেই গোবরকে বায়োগ্যাস হিসাবে ব্যবহার করে এই প্রযুক্তিতে গাড়ি চালিত করা হলে গোবর কেনাবেচার পরিমাণও বাড়বে আবার আসল উদ্দেশ্য সফল হবে। আবার সিএনজির এই অটোমোবাই সলিউশন ভারত ছাড়াও আফ্রিকার, এশিয়ার অন্যান্য দেশে রপ্তানি করা যাবে। তবে কেবল কথার কথা নয় ইতিমধ্যে বায়োগ্যাস চালিত বিকল্প জ্বালানির বন্দোবস্ত করতে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির ন্যাশনাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ড এবং বনাস মতো কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে।
সাথে জাপানের Fujisan Asagiri Biomass সংস্থাতেও বিনিয়োগ করেছে। মনে করা হচ্ছে দশটি গরু থেকে প্রাপ্ত গোবর একদিনের জন্য একটি গাড়ি চালানোর জন্য যথেষ্ট। যদিও আপাতত গোবর বায়োগ্যাস ব্যবহারের পরিকল্পনা পরীক্ষার স্তরে রয়েছে। তবে সংসথার অনুমান ২০২৪ সালের মাঝামাঝি তারা বায়োগ্যাস উৎপাদন করা শুরু করবে।