দেশে যে সমস্ত অটোমোবাইল সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকে ধীরে ধীরে ইলেকট্রিক যানবাহন লঞ্চ করে চলেছে। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন ছিল ‘মারুতি সুজুকি’ কবে তাদের ই-ভেহিকল নিয়ে আসবে? এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ, ইলেকট্রিক এসইউভি গাড়ি আনতে চলেছে এই সংস্থা। ইতিমধ্যে তার ঝলক দেখিয়ে দিয়েছে তারা।
‘Auto Expo 2023’ ইভেন্টে গাড়িটির পর্দা উন্মোচিত হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে ‘Maruti Suzuki EVX’ কনসেপ্ট SUVটির রেঞ্জ 500 কিলোমিটারেরও বেশি হবে। এই ইলেক্ট্রিক এসইউবি 4,300 mm দীর্ঘ, 1800mm প্রশস্ত এবং লম্বায় 1,600mm হবে। যেখানে রয়েছে 60 kWh ব্যাটারি প্যাক। সংস্থার তরফে জানানো হয়েছে এই ব্যাটারী প্রযুক্তির নাম ‘সেফ ব্যাটারী টেকনোলজি’।
তবে শুধুমাত্র এই গাড়িই নয় এছাড়াও সংস্থার তরফ থেকে ওয়াগনআর ফ্লেক্স ফুয়েল প্রোটোটাইপ, ব্রিজ়া এস-সিএনজি এবং গ্র্যান্ড ভিটারা ইন্টেলিজেন্ট ইলেকট্রিক হাইব্রিড গাড়ির মতো একাধিক গাড়ির ঝলক দেখানো হয়েছে। আসুন তাহলে সেই গাড়িগুলি সম্পর্কেও জেনে নেওয়া যাক।
WagonR Flex ফুয়েল প্রোটোটাইপ: এই গাড়িটি সাধারণত চালিত হবে E85 ফুয়েলের সাহায্যে। যেটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে৷ 20 থেকে 85% ইথানল ব্লেন্ডিংয়ে চলতে পারে। পেট্রোল খরচ বাঁচানোর জন্য এই গাড়ির থেকে ভালো বিকল্প আর হবেনা।
Maruti Suzuki Brezza S-CNG: এই গাড়িটি তালিকায় যোগ হলে মারুতি সুজুকি’র কাছে মোট 14টি ফ্যাক্টরি ফিটেড S-CNG ভেহিকল হয়ে যাবে।
Grand Vitara ইলেকট্রিক হাইব্রিড: এই গাড়ির বিষয়ে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এতে 27.97 km/l বেস্ট ইন ক্লাস এফিসিয়েন্সি রয়েছে।