টেক নিউজনিউজ

Tata-কে পরাস্ত করতে ভারতে লঞ্চ হল দ্রুততম ইলেকট্রিক SUV, ফুল চার্জে যাবে ৪৫৬ কিমি

বিভিন্ন কোম্পানি লেটেস্ট ইলেকট্রিক গাড়িগুলোকে জোরদার টক্কর দিতে এবার হাজির মাহিন্দ্রা। গত বছর থেকে মাহেন্দ্রার আসন্ন ইলেকট্রিক গাড়িটিকে নিয়ে জল্পনা চলছিল। শোনা গিয়েছিল 2023 এই গাড়িটির লঞ্চ করা হবে আর সেই কথা মতই ১৬ জানুয়ারি অর্থাৎ গতকাল ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল MahindraXUV 400 মনে করা হচ্ছে এই গাড়ি এবার টাটার গগনচুম্বী মুকুটের খ্যাতিকে ফিকে করতে চলেছে। ইতিমধ্যে গাড়িটির সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছে যেখান থেকে জানা যাচ্ছে ব্যাটারি চালিত এই গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে উপলদ্ধ- EC, EL. মডেল অনুযায়ী যার দাম ধার্য করা হয়েছে 15.99 লক্ষ টাকা থেকে ১৮.৯৯ লক্ষ টাকা পর্যন্ত।

তবে সংস্থা থেকে এও জানানো হয়েছে নতুন মডেলটির প্রারম্ভিক এই মূল্য প্রথম পাঁচ হাজার ক্রেতার জন্যই উপলব্ধ। অর্থাৎ তারপর দাম বাড়ানো হবে। জানা যাচ্ছে গাড়িতে তিন বছরের অথবা আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি অফার করছে mahindra. আবার ব্যাটারি এবং মোটরের ওয়ারেন্টি পিরিয়ড আট বছর অথবা ১৬০০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো যাবে। m২৬ জানুয়ারি থেকেই গাড়িটি বুকিং শুরু হবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রথম পর্যায়ে দেশে ৩৪ টি শহর থেকে গাড়িটি কেনা যাবে। মার্চ মাস থেকে শুরু হবে XUV400 EL এর ডেলিভারি আর XUV400 EC ডেলিভারি দেওয়া হবে পুজোর মরসুমে।তথ্য বলছে গাড়িটি পাঁচটি রঙের বিকল্প পাওয়া যাবে।

Mahindra XUV400 EC ভ্যারিয়‍্যান্টটির ক্ষেত্রে দেওয়া হয়েছে ৩৪.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা এক চার্জে ৩৭৫ কিলোমিটার রেঞ্জ অফার করবে বলেই জানানো হচ্ছে। এটি ৩.৩ কিলোমিটার এবং ৭.২ কিলোওয়াট চার্জারের বিকল্পে এসেছে।অপরদিকে EL ভ‍্যারিয়েন্টটি এসেছে ৩৯.৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম ব্যাটারি প‍্যাক সহ। যা এক চার্জে ৪৫৬ কিলোমিটার পথ যেতে সক্ষম। এতে ৭.২ কিলোওয়াট চার্জারের বিকল্পে উপলব্ধ। যার ফলে ফুল চার্জ হতে সময় নেবে 6.5 ঘন্টা।

যেখানে ৩.৩ কিলোওয়াট চার্জার দ্বারা ব্যাটারিটি চার্জ করতে সময় নেবে ১৩ ঘন্টা।প্রসঙ্গত একটি ডিসি ফাস্ট চার্জারে আবার শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ 50 মিনিটের কম সময়ে করা সম্ভব। এও জানানো হয়েছে যে গাড়িটি একটি ১৬ অ্যাম্পিয়ার হোম প্লাগ চার্জারেও চার্জ করা যাবে। গাড়িটির বিশেষত্ব বলতে মাহেন্দ্রা জানিয়েছেন এই গাড়িতে রয়েছে দ্রুততম অ্যাক্সেলারেশন সক্ষমতা যা ঘন্টা প্রতি ০ থেকে ১০০ কিমি স্পিড তুলতে পারে মাত্র ৮. ৩ সেকেন্ডে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৫০ কিলোমিটার। এটাই হবে ভারতে তৈরি দ্রুততম বৈদ্যুতিক এসইউভি।