মাহিন্দ্রা ভারতে তাদের SUV সেগমেন্টে বাজার বিস্তার করে চলেছে আর এই সেগমেন্টের জনপ্রিয় বোলেরো। ভারতের mahindra সবথেকে বেশি বিক্রিত ওয়া গাড়ির মধ্যে এটি একটি। দেশের কোনায় কোনায় পৌঁছে যাওয়া mahindra Bolero-এর চাহিদা তো বাড়ছেই তার সাথে ভারতীয় পুলিশ বাহিনীরও সবথেকে জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছে mahindra Bolero NEO.
এবার এই এসইউভি গাড়ির এক লিমিটেট এডিশন নিয়ে এসেছে মহেন্দ্রা এন্ড মহেন্দ্রা। ইতিমধ্যে জানা গেছে এর এক্স শোরুম মূল্য ১১.৫০ লাখ টাকা। মূলত বোলেরো নিও মডেলটির টপ ভার্সন N10 এর ওপর নির্ভর করেই তৈরি এই স্পেশাল এডিশন। জানা যাচ্ছে এই নিও লিমিটেড এডিশনের কিছু আপগ্রেডেশনের মধ্যে রয়েছে রুফ স্কাই র্যাক, নতুন ফগ লাইট, এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প এবং ডিপ সিলভার রঙের কভার দিয়ে ঢাকা রিয়ার স্পেয়ার হুইল।
এই এডিশনে সেন্টার কনসোলে চারপাশে যুক্ত হয়েছে সিলভার রংয়ের কাজ, প্রথম ও দ্বিতীয় প্যাসেঞ্জার সিটের জন্য উপলব্ধ রয়েছে আর্ম রেস্ট। রয়েছে 7 ইঞ্চি টাচ স্ক্রিন যুক্ত ইনফটেনমেন্ট সিস্টেম। এছাড়াও রয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা, ক্রুজ কন্ট্রোল, blue sense connectivity app এবং স্টিয়ারিংয়ে যুক্ত অডিও কন্ট্রোল।
পূর্বের মতোই এবারেও এই গাড়ির পিছনে দুটি সাইট ফেসিং জাম্প সিট সহ সাতটি সিট দেওয়া হয়েছে। ইঞ্জিনে কোনো বদল আনা হয়নি। রয়েছে ১.৫ লিটারের mHawk ১০০ ডিজেল ইঞ্জিন যা থেকে ১০০ বিএইচপি ও 260 NM টর্ক উৎপন্ন হবে। এর সাথে যুক্ত রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমও।