টেক নিউজনিউজ

শক্তিশালী ইঞ্জিনে দুটি আকর্ষণীয় মডেল লঞ্চ করতে চলেছে KTM, জানুন কি কি ফিচারস থাকবে

এবার অফরোডিং ডিজাইন নিয়ে হাজির হয়েছে ‘কেটিএম’ এর নতুন একটি বাইক। বাইকপ্রেমীদের মধ্যে এই সংস্থার বাইক নিয়ে কী পরিমাণ উত্তেজনা রয়েছে তা আমরা সকলেই জানি। বিশেষ করে এই বাইকগুলির ডিজাইন এবং ফিচার সবথেকে বেশি আকর্ষণ করে গ্রাহকদের। আর এবার নতুন বছরের শুরুতে তারা নিয়ে এসেছে ‘KTM 390 ADV’।

যেখানে রয়েছে অফরোডিংয়েরও সুবিধা অর্থাৎ যে কোনো রাস্তাতেই এই বাইক চলতে সক্ষম। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই বাইকটি আদর্শ হতে চলেছে। মূলত দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে এই বাইকটি। প্রথম ভেরিয়েন্ট ‘Spoked Wheeled Edition’ এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি হলো ‘Regular Alloy Wheel’।

ফিচার:

1. 373 cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, যার আউটপুট 44 hp এবং 37 nm। সঙ্গে থাকবে 6 স্পিড গিয়ারবক্স।

2. এই বাইকে থাকছে 5 ইঞ্চি TFT ডিসপ্লে। যেখানে ট্র্যাকশন কন্ট্রোল, অফ-রোড মোড, কর্নারিং ABS, লিংকড অফ-রোড ABS ইত্যাদি ফিচার কন্ট্রোল করা যাবে।

3. বাইকটির বডি ফ্রেম কমলা রঙের এবং হেডার পাইপে রয়েছে ব্ল্যাক ফিনিশ। ফ্রন্ট মডগার্ডে রয়েছে WP ব্র্যান্ডিং।

দাম: যদিও এই বাইকের দাম এখনো প্রকাশ্যে আসেনি। তবে মনে করা হচ্ছে সেটা সম্ভবত ৩.৩ লাখ টাকা হতে পারে।