টেক নিউজনিউজ

বিপুল ডেটা, আনলিমিটেড কল সহ টানা ৩ মাসের পরিষেবা, জব্বর প্ল্যান নিয়ে হাজির Jio

সম্প্রতি এবার একটি দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান এনে দর্শকদের চমকে দিল জনপ্রিয় টেলিকম সংস্থা ‘রিলায়েন্স জিও’। টেলিকম দুনিয়ায় এই সংস্থাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কম দামে আনলিমিটেড কলিং এবং ডেটা দেওয়ার পাশাপাশি খুব কম খরচে এসএমএস পাঠানোর সুবিধা এনেছিল এই সংস্থা। আর তাদের এই সস্তার রিচার্জ প্ল্যান আনার ফলে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকেও এই সুবিধা দিতে বাধ্য হতে হয়েছিল।

যার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সংস্থা গ্রাহকদের বেশ সুবিধা করে দিয়েছিল। আর সময়ের সাথে সাথে তারা নানান ধরনের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে গ্রাহকদের জন্য। সেরকমই একটি প্ল্যান এনেছে তারা। যেখানে দীর্ঘ 84 দিনের বৈধতা পাবেন গ্রাহকেরা। আসলে বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনো সিম অন রাখার জন্য সেটিকে নূন্যতম রিচার্জ করে রাখতে হবে।

যার ফলে দুটি সিম ব্যবহারকারী গ্রাহকদের বেশ সমস্যায় পড়তে হয়। কারণ, চালু রাখার জন্য বেশ ভালোরকম টাকা খরচ হয়ে যায় তাদের। তবে জিওর তরফ থেকে যে প্ল্যানটি আনা হয়েছে সেটি এই সমস্যাকে অনেকটাই সহজ করে দিয়েছে। কারণ, যারা সেকেন্ডারি সিম ব্যবহার করছেন তাদের জন্য এই অফারটি খুবই সুবিধাজনক।

এতে পাওয়া যাবে মোট 6 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট 1000 টি ফ্রী এসএমএস। সাথে অন্য জিও অ্যাপসের সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা 84 দিনের অর্থাৎ একবার রিচার্জ করলে 84 দিনের জন্য রিচার্জ করার আর কোনো চিন্তা থাকবে না।

তবে মনে রাখতে হবে এই রিচার্জ শুধুমাত্র ‘মাইজিও অ্যাপ’ থেকেই করা যাবে। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে রিচার্জটি করা যাবে না।