টেক নিউজনিউজ

৮০০ টাকারও কম রিচার্জে টানা ১০০ দিনের অফুরন্ত পরিষেবা! অবিশ্বাস্য প্ল্যান নিয়ে হাজির BSNL

এক্সটেনশন প্ল্যান থেকে সস্তার প্ল্যান, নতুন বছরের শুরু থেকেই জিও ভোডাফোন আইডিয়া এয়ারটেলকে জোরদার টক্কর দেয়া শুরু করেছে BSNL. বাকি টেলিকম সংস্থাগুলির ফাইভ-জি তে পৌঁছে গেলে এখনো থ্রিজি তে আটকে BSNL. কিন্তু নিজেদের জায়গা বজায় রাখতে BSNL গোল দিচ্ছে কম খরচে দীর্ঘমেয়াদী প্ল্যান ও দুর্দান্ত সব রিচার্জ অপশন নিয়ে।

এই টেলিকম সংস্থা এমন এক একটি প্ল্যান আছে যা সত্যি অবিশ্বাস্য। কিছুদিন আগেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিগ রিপাবলিক ডে অফারের অধীনে সংস্থাটি অত্যন্ত কমদামি একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছিল। যাতে এক বছরের মেয়াদের পাশাপাশি ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি করে টাকা পাবেন। জেনে নিন এই প্ল্যানটি সম্পর্কে বিশদে।

797 টাকার প্ল‍্যান- এটি একটি বার্ষিক প্রিপেড রিচার্জ প্ল্যান। 797 টাকার এই প্ল‍্যানে ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল প্রতিদিন ১০০ এসএমএস তো পাবেন তার সাথেই পাবেন প্রতিদিন ২ জিবি করে ডাটা খরচের সুযোগ। এমনকি নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এতে ইন্টারনেট স্পিড কমে হবে ৪০ কেবিপিএস।

তবে হ্যাঁ এই সকল সুবিধা গুলি রিচার্জ করার পর প্রথম 60 দিনের জন্যই পাওয়া যাবে। অর্থাৎ প্ল্যানটির মাধ্যমে মোট ১২০ জিবি ডাটা ব্যবহারের সুবিধা মিলবে। পরবর্তী দিনগুলিতে ইন্টারনেট স্পিড কমে যাবে তবে এই 40kbpsস্পিডে আনলিমিটেড ডেটা পাবেন। উল্লেখ‍্য একইভাবে ৬০ দিনের পর থেকে ব্যবহারকারীদের আউটগোয়িং কল ও এসএমএসের জন্য ফোনে পর্যাপ্ত ব্যালেন্সের প্রয়োজন পড়বে।

যারা সাধারণত একবার রিচার্জ করে সারা বছর নিশ্চিত থাকতে চাইছেন বা যারা সেকেন্ডারি সেম হিসাবে BSNL ব্যবহার করে থাকেন তাদের জন্য আদর্শ এই রিচার্জটি। অনেকে ইনকামিং কল চালু রাখতে রিচার্জ করান সে ক্ষেত্রেও অন্যান্য টেলিকম সংস্থাগুলির প্ল‍্যানের দাম অনেক বেশি সেই দিক থেকেও বিএসএনএল অনেক সুবিধাজনক।