টেক নিউজনিউজ

Royal Enfield-কে পরাস্ত করতে নতুন শক্তিশালী বাইক লঞ্চ করলো Keeway, জেনে নিন দাম ও ফিচারস

টু হুইলার মার্কেটে বিভিন্ন গাড়ি কোম্পানি সর্বদাই প্রস্তুত একে অপরকে টেক্কা দেবার জন্য। আর তাই এই প্রতিযোগিতার মার্কেটে নিজেদের টিকিয়ে রাখতে একের পর এক দুর্দান্ত মডেল লঞ্চ করে চলেছে তারা। সম্প্রতি রয়াল এনফিল্ড হান্টার ৩৫০ এর জনপ্রিয়তা ব্যাপক হারে দেখা গেছে ভারতীয় মার্কেটে। এবার সেই জনপ্রিয়তাকে টেক্কা দিতে জনপ্রিয় গাড়ি কোম্পানি Keeway লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি মডেল। সম্প্রতি তারা ২০২৩ এর অটো এক্সপোতে লঞ্চ করল তাদের নতুন বাইক SR250।

বর্তমানে দেশে যেভাবে টু হুইলার কোম্পানিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে তাতে এই গাড়ি যথেষ্ট টেক্কা দেবে বলে মনে করছেন নির্মাতারা। এই গাড়ির প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০, টিভিএস Ronin, Kawasaki W175 প্রভৃতি বাইক। এবার চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কি কি স্পেসিফিকেশন রয়েছে গাড়িটিতে।

জানা গেছে এই গাড়িটিতে রয়েছে ২৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, যা বাইকটির চালিকাশক্তিকে আরও বৃদ্ধি করবে। এই অতি শক্তিশালী ইঞ্জিন উভয় রেঞ্জে বেশি টর্ক জেনারেট করতে পারে। এটি ৭৫০০ আরপিএম এ ১৫.৮ bhp শক্তি এবং ৬৫০০ আরপিএম এ ১৬ Nm টর্ক জেনারেট করতে পারে।

এছাড়া অতিরিক্ত ফিচার্স হিসেবে এই গাড়িটিতে রয়েছে একটি রাউন্ড সিঙ্গেল পড ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং এলইডি লাইটিং প্যাকেজ। এর সাথে সাথে গাড়িটিতে দেওয়া হয়েছে ব্লক প্যাটার্ন টায়ার, চপ্ড ফেন্ডার, ফ্রন্ট ফর্ক গেইটার, সার্কুলার ইন্সট্রুমেন্ট কনসোল, রিবড প্যাটার্ন সিট প্রভৃতি। ভারতীয় মার্কেটে এই গাড়িটির দাম রাখা হয়েছে ১.৪৯ লক্ষ টাকা(এক্স শোরুম প্রাইস)।