সম্প্রতি এবার জনপ্রিয় ই-বাইক নির্মাণকারী সংস্থার ‘JOY’ আরো একটি নতুন ই-স্কুটার এনে চমকে দিল গ্রাহকদের। সবথেকে অবাক করা বিষয় হলো বুকিং শুরু হওয়ার ১৫ দিনের মধ্যেই ১৮ হাজারের বেশি ইউনিট বুকিং হয়েছে এই স্কুটারের। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই স্কুটারে কী কী বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি যে সময়ের সাথে সাথে ইলেকট্রিক স্কুটারের রমরমা বেড়েই চলেছে।
একদিকে যেমন রয়েছে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে রয়েছে পরিবেশ দূষণের বিষয়। সবদিক মিলিয়ে বর্তমানে ইলেকট্রিক যানবাহন ব্যবহারের প্রবণতা বাড়ছে সাধারণ মানুষের। সেই দিকটি মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক ইলেকট্রিক যানবাহন নিয়ে এসেছে একাধিক সংস্থা। তাদের মধ্যে অন্যতম হলো ‘JOY’। এবার তারা একটি নতুন ইলেকট্রিক স্কুটার ‘MIHOS’ এনেছে গ্রাহকদের জন্য।
২০২৩’এর ‘অটো এক্সপো’তে লঞ্চ করার সময় এই স্কুটারের দাম ঘোষণা করা হয়েছিল ১.৩৫ লক্ষ টাকা। আপনি চাইলে সেটা ৯৯৯ টাকায় বুক করতে পারেন।
ফিচার্স-
১. এতে থাকছে ৭৪V৪০Ah Li-ion ব্যাটারী এবং একটি ১৫০০W-এর মোটর যা ৯৫ Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম।
২. এই স্কুটারের টপ স্পিড হল ৭০ kmph।
৩. স্কুটারটি ৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। আর একবার চার্জে সেটি ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।