টেক নিউজনিউজ

একবার রিচার্জ করলেই গোটা বছরের রিচার্জের নো-টেনশন! Jio-র এই প্ল্যানে বিপুল লাভ

টেলিকম দুনিয়ায় বর্তমানে রাজত্ব করছে ‘রিলায়েন্স জিও’ সংস্থা। তারা মাঝেমধ্যেই এমন কিছু রিচার্জ প্ল্যান নিয়ে আসে যা ভীষণই আকর্ষণ করে গ্রাহকদের। বিশেষ করে গ্রাহকদের মাঝে দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের চাহিদা অনেকটাই বেশি থাকে। আর তাদের হতাশ করে না এই সংস্থা। সম্প্রতি সেরকমই বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। যেগুলি রিচার্জ করলে সারা বছরের জন্য রিচার্জ করার আর কোনো চিন্তা থাকবে না।

আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই প্ল্যানগুলি সম্পর্কে।

২,৫৪৫ টাকা: এখানে সুবিধা হিসেবে পাওয়া যাবে, প্রতিদিন ১.৫ জিবি ডেটা + আনলিমিটেড ভয়েস কলিং + প্রতিদিন ১০০ টি এসএমএস। এছাড়াও জিওর অন্যান্য অ্যাপসের বিনামূল্যে সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন অর্থাৎ ১১ মাস ৬ দিন পরিষেবা পাবেন গ্রাহকেরা।

২,৮৭৯ টাকা: এই রিচার্জ প্ল্যানের সুবিধাগুলি হলো প্রতিদিন ২ জিবি ডেটা + আনলিমিটেড ভয়েস কলিং + ১০০ টি এসএমএস। এছাড়া জিও অ্যাপসের সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা পুরোপুরি ১ বছরের জন্য।

যারা মূলত দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই দুটি প্ল্যান একেবারে আদর্শ হতে চলেছে।