Jio, ১০০ টাকার কমে দুর্দান্ত তিনটি রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও আবারো নিয়ে এলো ধামাকা অফার, এই প্ল্যানের আওতায় মাত্র ২২ টাকায় রিচার্জে পেয়ে যাবেন ২ জিবি ডেটা ২৮ দিনের ভ্যালিডিটি তে। এবং এই রিচার্জের সাথেই পেয়ে যাবেন জিও অ্যাপ্লিকেশন গুলিতে ফ্রি সাবস্ক্রিপশন।
জেনে নিন জিও নতুন প্ল্যানের সম্পর্কে :-
২২ টাকার জিও প্ল্যান : ২৮ দিনের এই প্ল্যানের আওতায় পাবেন ২ জিবি ডেটা, তার সাথেই থাকছে কলিং এবং মেসেজের সুবিধা, এরই সাথে পেয়ে যাবেন জিও টিভি, জিও নিউজ, জিও সিনেমা সহ একাধিক জিও অ্যাপসে ফ্রি সাবস্ক্রিপশন।
৫২ টাকার জিও প্ল্যান : এই প্ল্যানটি জিও ফোন গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য। ৫২ টাকার এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানের মধ্যে পেয়ে যাবেন ৬ জিবি ডেটা প্যাকের সাথে ফ্রি কল এবং মেসেজের সুবিধা।
৭২ টাকার জিও প্ল্যান : জিওর এই প্ল্যান টিতে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ০.৫ জিবি ডেটা সঙ্গে পাবেন জিও অ্যাপ্লিকেশন গুলিতে ফ্রী সাবস্ক্রাইবেশন।
১০২ টাকার জিও প্ল্যান : জিওর এই প্ল্যান এর আওতায় আপনি পাবেন ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা। সাথে পাবেন ফ্রি ফোন কল এবং মেসেজের সুবিধা। এবং এরই সাথে পাবেন জিও অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগ।
১৫২ টাকার জিও প্ল্যান : যেসব গ্রাহকদের বেশি ডেটা প্রয়োজন তাদের কথা মাথায় রেখে জিও এই প্ল্যান টি নিয়ে এসেছে। এই প্ল্যান রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা। এবং তার সাথে রয়েছে কল ও মেসেজের সুবিধা।