টেক নিউজনিউজ

গ্রাহকদের জন্য Jio-র খাস প্ল্যান, ৯০০ টাকারও কম রিচার্জে চলবে টানা ১১ মাস ফোন

সম্প্রতি এবার গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান নিয়ে এলো ‘রিলায়েন্স জিও’, তাও আবার ভীষণই সস্তা দামে। আমরা সকলেই জানি যে টেলিকম দুনিয়ায় জিও রীতিমতো বিপ্লব এনেছিল। কারণ, এতো কম টাকায় তারা ডেটা, আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিয়েছে যা এক কথায় অকল্পনীয় ছিল। এছাড়াও সময়ের সাথে সাথে তারা একাধিক প্ল্যান নিয়ে এসেছে গ্রাহকদের জন্য।

আর এবার এরকমই একটা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে তারা। আসলে সকলেই চান দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের। তবে সেক্ষেত্রে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। সেই দিকটি মাথায় রেখেই এবার কম টাকায় বিশেষ একটি প্ল্যান নিয়ে এসেছে জিও। মাত্র 895 টাকার এই রিচার্জ প্ল্যানে রয়েছে একগুচ্ছ সুবিধা।

আজ আমরা সেগুলো সম্পর্কেই আলোচনা করবো এই প্রতিবেদনে। এই রিচার্জ প্ল্যানে মোট 11 মাসের বৈধতা পাবেন গ্রাহকেরা। প্রত্যেক মাসে 28 দিনের জন্য প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হবে। এছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা।

এখানেই শেষ নয় প্রতি মাসে 300টি SMS-এর সুবিধা পাওয়া যাবে। আরো আছে, এই প্ল্যানে রয়েছে জিওর বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই অফার শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য।