এবার গ্রাহকদের জন্য বিনামূলের স্মার্টফোন নিয়ে এসেছে ‘রিলায়েন্স জিও’। টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে এই সংস্থা। ইতিমধ্যেই তারা একাধিক দুর্দান্ত অফার নিয়ে এসেছে। যা এই সংস্থাকে ভীষণই জনপ্রিয় করে তুলেছে। আর এবার তারা সকলের জন্য নিয়ে এসেছে বিনামূল্যের স্মার্টফোন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এই অফার আনা হয়েছে গ্রাহকদের জন্য।
তাই কারো যদি বর্তমানে স্মার্টফোন কেনার ইচ্ছা থাকে তাহলে ‘রিলায়েন্স জিও’র এই ফোনটি কেনার কথা ভেবে দেখতে পারেন। কারণ, এতে রয়েছে একাধিক ফিচার। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্মার্টফোনের সাথে দু বছরের রিচার্জ বিনামূল্যে পাওয়া যাবে। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত। ১,৯৯৯ টাকা দিয়ে এই স্মার্টফোনটি কিনতে হবে। এই ফোরজি ফোনে রয়েছে দু বছরে রিচার্জ ভ্যালিডিটি।
আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ৪৮ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে বিভিন্ন জিও অ্যাপস’এর ফ্রি সাবস্ক্রিপশন।শুধু তাই নয় আরো একটি প্ল্যান নিয়ে এসেছে তারা। যেখানে ১,৪৯৯ টাকা দিয়ে স্মার্টফোন কিনলে তাতে এক বছরের রিচার্জ ভ্যালিডিটি পাওয়া যাবে। যেখানে রয়েছে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ২৪ জিবি ফ্রি ডেটা এবং জিও অ্যাপস সাবস্ক্রিপশন।
ফিচার: ২.৪ ইঞ্চির QVGA Display, Flashlight, FM Radio, ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার, 4Way Navigation। শুধু তাই নয় Whatsapp, Facebook এবং Youtube’এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিও ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।