Advertisements

চৈত্র মাসে সেল ধামাকা, আকর্ষণীয় সস্তার প্ল্যান নিয়ে হাজির Jio

Advertisements

সেল সেল সেল- চৈত্র মাস চলে এসেছে আর তারমানেই চলে এসেছে চৈত্র সেল। রাস্তায় বেরোলেই দোকানে দোকানে এখন বাম্পার অফার। কিন্তু সেল কি শুধু জামা কাপড়ের! না না জিও থাকতে তা কিকরে হয়!

2016 তে প্রথম সস্তার plan এনে নজর কেড়েছিল জিও। এরপর গ্রাহকদের জন্য নানান অফার নিয়ে এসেছে। বর্তমানে জিওর গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশী। তাইতো এবার এই চৈত্র সেলে গ্রাহকদের মুখে হাসি ফোটাতে ধামাকা অফার নিয়ে এলো জিও।

এবার জিও ফোন ব্যবহারকারীরা সামান্য টাকাতেই প্রতিদিন 1 জিবি ডেটার আনলিমিটেড কলের সুবিধা পেতে চলেছেন। রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে জিও ফোন ব্যবহারকারীরা প্রিপেড প্ল্যান এ 125 টাকা রিচার্জ করলে 0.5 GB data পাবেন। অর্থাৎ সারা মাসে মোট 14 জিবি ডেটা। এছাড়াও 28 দিন ভ্যালিডিটি যুক্ত এই রিচার্জে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল ও 300 টি এসএমএস এর সুবিধা।

এছাড়াও রিলায়েন্স জিও, জিও ফোন ব্যবহারকারীরা 155 টাকায় প্রিপেড প্ল্যান পাবেন প্রতিদিন 1 জিবি ডেটা। প্যাকটির ভ্যালিডিটি থাকবে 28 দিন। এছাড়াও আগের plan এর মতই আনলিমিটেড ভয়েস কল ও 100 টি করে এসএমএসের সুযোগ সুবিধা পাবেন। দুটি plan এর ক্ষেত্রেই জিওর বিভিন্ন অ্যাপস যেমন জিও সিনেমা জিও নিউজ এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন গ্রাহকরা।

Related Articles