টেক নিউজনিউজ

অফুরন্ত ডেটা, কলিং সহ টানা ১ মাসের রিচার্জ বিনামূল্যে দিচ্ছে Jio! এভাবে নিন সুবিধা

গ্রাহকদের জন্য এবার দুর্দান্ত অফার নিয়ে এলো জনপ্রিয় টেলিকম সংস্থা ‘রিলায়েন্স জিও’! যেখানে বিনামূল্যেই আপনি এক মাসের পরিষেবা পেয়ে যাবেন। আসলে টেলিকম ইন্ডাস্ট্রিতে একসময় বিপ্লব এনেছে এই সংস্থা। কারণ, এতো কম দামে তারা ভয়েস কলিং, ডেটা-সহ বিনামূল্যে এসএমএসের সুবিধা নিয়ে এসেছে যা কেউ কোনোদিনও ভাবতেও পারেনি।

এমনকি এই সংস্থার এই সুবিধাগুলি দেওয়ার পর অন্যান্য টেলিকম সংস্থাদেরও বাধ্য হয়ে সমস্ত সুবিধা আনতে হয়েছে। প্রথমদিকে খুব কম দামেই একাধিক পরিষেবা দিয়েছিল জিও। যদিও ধীরে ধীরে প্ল্যানগুলির দাম বেড়েছে। তবে এখনো তার জনপ্রিয়তা বজায় রয়েছে। সম্প্রতি সেরকমই একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে তারা।

যেখানে ১ বছরের জন্য রিচার্জ করলে আপনি আরো বেশ কিছুটা সুবিধা পেয়ে যাবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই প্ল্যান সম্পর্কে।

২৮৭৯ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস। যার বৈধতা ৩৬৫ দিন। এবার হয়তো ভাবছেন কীভাবে বাড়তি সুবিধা পাবেন? আসলে ৭১৯ টাকার প্ল্যানেও এই সুবিধাগুলি পাওয়া যায়। যেখানে বৈধতা থাকে ৮৪ দিন।

হিসাবমতো আপনি যদি এই প্ল্যান চারবার রিচার্জ করেন তাহলে মোট ৩৩৬ দিনের বৈধতা লাভ করবেন। ফলে মোট খরচ হয় ২৮৭৬ টাকা। তবে আপনি যদি আর মাত্র ৩ টাকা বেশি দিয়ে রিচার্জ করেন তাহলেই ২৯ দিন বেশি অর্থাৎ মোট ৩৬৫ দিনের সুবিধা পেয়ে যাবেন। যার অর্থ ২৮৭৯ টাকা রিচার্জ করলে ১ মাসের অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।