টেক নিউজনিউজ

জলের দরে iphone কেনার লাস্ট চান্স! এই সংস্থার বিশেষ অফার হাতছাড়া করবেন না

এবার 60 হাজার টাকা দামী iphone আপনি পেয়ে যেতে পারেন মাত্র 35 হাজার টাকায়। কী অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা। কারণ, এতো বেশি দামের ফোন এতো কম দামে পাওয়া সত্যিই অকল্পনীয়। তবে এই বিষয়টিকে বাস্তব করে দেখিয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতোন ই-কমার্স সংস্থাগুলি। কীভাবে? আজ আমরা সেটাই আলোচনা করবো এই প্রতিবেদনে।

আসলে এমন অনেক মানুষ রয়েছেন যার iphone কেনার স্বপ্ন দেখেন। তবে এই ফোনগুলির দাম এতোটাই বেশি যে তা কেনা সম্ভব হয় না অনেকের জন্য। তবে তাদের স্বপ্নকে সত্যি করার জন্য এগিয়ে এসেছে ফ্লিপকার্ট, অ্যামাজন। যেখানে এমন একটি অফার আনা হয়েছে যার মাধ্যমে 59,900 টাকার এই ফোন 34,999 টাকায় কেনা যাচ্ছে।

Flipkart-এ iPhone 12 অফার: প্রথমত 64 GB স্টোরেজের iPhone 12 মডেলে 8 শতাংশ ছাড় দিচ্ছে Flipkart। অর্থাৎ 54,999 টাকায় এই ফোন কেনা যাবে। তবে এক্সচেঞ্জ অফার এবং ব্যাংক ডিসকাউন্ট মিলিয়ে আরো 20 হাজার টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তাই এই অফারের সম্পূর্ণ সুবিধা নিতে পারলে 34,999 টাকায় কেনা যাবে iPhone 12। একইসাথে রয়েছে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে আরও 5 শতাংশ ক্যাশব্যাকের সুবিধা। এছাড়া নো কস্ট EMI-এর সুযোগ।

Amazon-এ iPhone 12 অফার: অ্যামাজনের তরফ থেকে 10 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এই ফোনে। ফলে তা কেনা যাবে 53,900 টাকায়। তবে আপনি যদি পুরনো স্মার্টফোনের সাথে এক্সচেঞ্জ করেন তাহলে আরো 18,050 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুযোগ নিতে পারলে 35,850 টাকায় কেনা যাবে iPhone 12।

iPhone 12 – lএর ফিচার: 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে + Apple A14 Bionic চিপ + পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা +প্রাইমারি ক্যামেরায় 12 MP সেন্সর + 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা + 12 MP ফ্রন্ট ক্যামেরা।