টেক নিউজনিউজ

বাজার কাঁপাতে এল ভারতের প্রথম উড়ন্ত ই-ট্যাক্সি, যা হেলিকপ্টারের থেকেও উড়বে দিগুণ জোরে!

সম্প্রতি এবার দেশের প্রথম উড়ন্ত ইলেকট্রিক ট্যাক্সির কথা ঘোষণা করে সকলকে চমকে দিলো আইআইটি মাদ্রাজের সংস্থা ‘ইপ্লেন’। গর্বের সাথে তারা ঘোষণা করলো দেশের প্রথম ইলেকট্রিক ট্যাক্সির কথা। এই সংস্থা ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা ইভিটল’ তৈরি করে তাক লাগিয়েছে। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৭ সালে। চলতি সপ্তাহে বেঙ্গালুরুতে ‘এরো ইন্ডিয়া শো’তে তাদের এই পরিবেশবান্ধব ফ্লাইং ট্যাক্সির নমুনা মডেল প্রদর্শন করা হয়েছে।

জানা গিয়েছে, যাত্রী-সহ হেলিকপ্টারের থেকে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছবে এই ফ্লাইং ট্যাক্সি। আসলে শহরের যানজট পেরিয়ে যাতে খুব সহজেই কর্মস্থলে পৌঁছানো যায় তার জন্য এটিকে তৈরি করা হয়েছে। একবার চার্জ দিলে সেটি টানা ২০০ কিলোমিটার পথ চলতে পারে।হেলিকপ্টারের ভাড়ার থেকে অনেক কমে এই ইলেকট্রিক ট্যাক্সিতে যাতায়াত করা যাবে।

ই-প্লেন কোম্পানির সিইও প্রাঞ্জল মেহতা এবং আইআইটি মাদ্রাজের অধ্যাপক সত্য চক্রবর্তী (সংস্থার সিটিও)এই বিষয়ে জানিয়েছেন, ইলেকট্রিক গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনের একটি ভিডিও দেখার পর তারা এই ফ্লাইং ট্যাক্সি নির্মাণের অনুপ্রেরণা পেয়েছেন। যেটি উড়তে বা অবতরণ করতে খুব বেশি জায়গার প্রয়োজন পড়বে না। ২০০ কেজি ওজনের এই মডেলে রয়েছে চারটি পাখা, যেগুলি প্রোপেলার হিসেবে কাজ করবে।

দু’জন যাত্রী বসার ব্যবস্থা-সহ এতে সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৫০ থেকে ২০০ কিলোমিটার। সর্বোচ্চ ৪৫৭ মিটার বা ১,৫০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম এই ইভিটল। যদিও এতে ব্যাটারী বা চার্জিংয়ের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে এখন চালকের প্রয়োজন হলেও ভবিষ্যতে এতে অটোনোমাস প্রযুক্তি দেওয়া হবে।