টেক নিউজনিউজ

একজনের রিচার্জেই চলবে ৫ জনের ফোন, অবিশ্বাস্য প্ল্যান নিয়ে এল Airtel

সম্প্রতি এবার পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য ‘ফ্যামিলি প্ল্যান’ নিয়ে এসেছে জনপ্রিয় টেলিকম সংস্থা ‘Airtel’। সময়ের সাথে সাথে বেড়ে গিয়েছে স্মার্টফোনের ব্যবহার। স্বাভাবিক ভাবেই পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন টেলিকম পরিষেবার ব্যবহারও। বিভিন্ন টেলিকম সংস্থাগুলি নানান আকর্ষণীয় অফার নিয়ে আসে গ্রাহকদের জন্য। সেরকমই একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে ‘Airtel’।

যেখানে মূলত একটি ফ্যামিলি প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। যার মাধ্যমে একসাথে ৫ জন ব্যবহারকারী সেই সুবিধা ব্যবহার করতে পারবেন। পুরো পরিবারের জন্য এই সুবিধা নেওয়া যাবে। সেক্ষেত্রে প্রত্যেকেই কলিং, ডেটা এবং অন্যান্য সুবিধা পাবেন। যার অর্থ হলো আলাদা করে আর কোনো রিচার্জের প্রয়োজন পড়বে না। এবার হয়তো অনেকেই ভাবতে পারেন এর দাম অনেকটাই বেশি।

আসুন তাহলে এই প্ল্যানের দাম ও সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।

দাম: ১,৪৯৯ টাকা।

সুবিধা: এই প্ল্যানের আওতায় একজন রেগুলার ব্যবহারকারীর পাশাপাশি চারজন ফ্যামিলি ‘অ্যাড অন’ বিকল্প পাওয়া যাবে। যেখানে মিলবে ২০০ জিবি ডেটা। এছাড়া ব্যবহারকারীদের জন্য পৃথকভাবে ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধাও মিলবে।

এখানেই শেষ নয় প্রত্যেক ব্যবহারকারী আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা লাভ করবেন। সাথে রয়েছে Netflix-এর স্ট্যান্ডার্ড মান্থলি সাবস্ক্রিপশন, ৬ মাসের জন্য Amazon Prime-এর মেম্বারশিপ এবং ১ বছরের জন্য Disney+Hotstar-এর সাবস্ক্রিপশনের মতো সুবিধা।