এক চার্জে দৌড়াবে ৪৮ কিমি, বাজার কাঁপাতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Honda

এবার বৈদ্যুতিক গাড়ির লঞ্চের তালিকায় নাম লেখালো Honda। সাম্প্রতিক হন্ডা কোম্পানি লঞ্চ করল একটি ইলেকট্রিক স্কুটার। যার নাম Honda EM1 e। কিছু মাস আগেই এই ইলেকটিক স্কুটারটি দেখানো হয়েছিল EICMA ইন্টারন্যাশনাল শো’তে। তবে খবর রয়েছে 2025 সালের মধ্যে এই কোম্পানি বাইক ও স্কুটার মিলিঘে বাজারে ১০টি মডেল নিয়ে আসবে। তবে ইতিমধ্যেই বাজারে লঞ্চ হয়েছে তাদের প্রথম ফসল Honda EM1 e। চলুন জেনে নেওয়া যাক হন্ডার এই নতুন ইলেকট্রিক স্কুটারের বৈশিষ্ট্য সম্পর্কে।
প্রথমত, হন্ডা কোম্পানির লঞ্চ করা এই নতুন ইলেকট্রিক স্কুটারটি পুরোটাই স্কুটার নয়। এটি একটি মোপেড অর্থাৎ ইলেকট্রিক মপেড। বলা যায় একদম সাধারণ স্কুটার। স্ট্যান্ড আউট করার জন্য এই কোম্পানি এই স্কুটারটিতে সেরকম ঝুঁকি নেয়নি। স্কুটারটি স্টিল ফ্রেম দিয়ে তৈরি। সামনে রয়েছে 31mm টেলিস্কপিক ফর্ক এবং পিছনে দুটি শক অ্যাবজর্বার। এছাড়াও এই স্কুটারটিতে ফ্রন্টের ব্রেকে দেওয়া হয়েছে ডিস্ক এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার। পিছনে এই ইলেকট্রিক মোপেডের ব্রেকিং সিস্টেমে সাপোর্ট করছে CBS।
এর পাশাপাশি এই ইলেকট্রিক মোপেডের স্যাডল সিটগুলি 740 mm লো এবং ওজন মাত্র 95 kg, যার মধ্যে ব্যাটারিও রয়েছে। হ্যান্ডেলবারে দেওয়া হয়েছে টার্ন ইন্ডিকেটর। ফ্রন্ট অ্যাপ্রনে রয়েছে LED হেডল্যাম্প ইউনিট। রিয়ার ফুটপেগ ইন্টিগ্রেট করা হয়েছে বডিওয়ার্কের সঙ্গে এবং গ্র্যাব রেইলও ফাংশনাল। এর পাশাপাশি Honda-র নতুন বৈদ্যুতিক স্কুটারে দেওয়া হয়েছে মাউন্ট করা নতুন ইলেকট্রিক মোটর, যা 2.3 hp পাওয়ার এবং 90 Nm পিক টর্ক দিতে সক্ষম।
এছাড়াও, হন্ডা তরফে জানানো হয়েছে এই ইলেকট্রিক মৌপেডটি প্রায় 75 কেজি ওজনের একজন রাইডারকে চাপিয়ে 10 ডিগ্রি পর্যন্ত নিচে নামতে পারে। শক্তির উৎস হল 10 কেজি ওজনের 1.5 kWh লিথিয়াম-ওয়ান ব্যাটারি যা খুলে নেওয়া যাবে। জানা গেছে প্রায় ৪৮ কিলোমিটার দৌড়াতে পারবে এই ইলেকট্রিক মোপেড। তবে এর গড় রেঞ্জ রয়েছে ৪১ কিমি। প্রায় ১৬০ মিনিটের মধ্যে এই মোপেডের ব্যাটারি ২৫ থেকে ৭৫ পার্সেন্ট রিচার্জ করা যাবে। যা হোম চার্জারের মাধ্যমে করা যাবে।
অন্যদিকে, এই ইলেকট্রিক মোপেডের ফিচার সম্পর্কে জানা গিয়েছে, হন্ডার এই EM 1 e-তে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, USB Type-A চার্জিং সাপ্লাই, স্যাডেলের নিচে 3.3 লিটারের স্টোরেজ, একটি ট্রান্সপোর্ট র্যাক এবং ফোল্ডিং প্যাসেঞ্জার ফুটরেস্ট। তবে খবর হয়েছে ইউরোপের মার্কেটে লঞ্চ করা হয়েছে হন্ডার এই প্রথম ফসল। তবে ভারতের তা কবে লঞ্চ করা হবে জানা যায়নি।