Honda EM1: মাত্র 6 ঘন্টায় ফুল চার্জ, অবিশ্বাস্য দামে দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলো Honda

Advertisement

বর্তমান বাজারে যে হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তাতে করে গাড়ি লাভারা বেস্ট অপশন হিসেবে বেছে নিচ্ছেন ইলেকট্রিক গাড়ি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে আসছে বিভিন্ন সংস্থার মডেলের ইলেকট্রিক স্কুটার। এবার সেই তালিকায় নাম লেখালো Honda। কম মূল্যে স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য হন্ডার এই স্কুটার দুর্দান্ত। রয়েছে চোখ ধাঁধানো ফিচার্স সহ লুক।

Advertisements

সাম্প্রতিক সময়ে কোনো ক্রেতা যদি বাজেট মূল্যে ইলেকট্রিক গাড়ি কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে হন্ডার এই স্কুটার বেশ উপযোগী। হন্ডা কোম্পানি কম মূল্যে বাজারে এনেছে তাদের এই প্রথম ইলেকট্রিক স্কুটার Honda EM1। এই বৈদ্যুতিক গাড়িতে রয়েছে অদল-বদলযোগ্য ব্যাটারি। যার ফলে দুর্দান্ত মাইলেজ রয়েছে এই স্কুটারের।

Advertisements

প্রসঙ্গত, গত বছরে হণ্ডা কোম্পানি এই Honda EM1 গাড়ি লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। সাম্প্রতিক বৈদ্যুতিক গাড়ির বাজারে হন্ডা নিয়ে এলো তাদের এই প্রথম ইলেকট্রিক স্কুটার। যা কম দূরত্ব অতিক্রম করার জন্য ভালো পারফরম্যান্স দেবে। তবে ব্যাকআপ ব্যাটারি থাকার কারণে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে এই কোম্পানি।

হন্ডার এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্পর্কে জানা গিয়েছে, এতে দেওয়া হয়েছে 1.47 kWh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক। যার স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য ৬ ঘন্টার মধ্যেই চার্জ হয়ে যাবে। সর্বোচ্চ ৪০ কিলোমিটার মাইলেজ দেবে এই স্কুটার। তবে অদল-বদল যোগ্য ব্যাটারি থাকার কারণে মাইলেজ বাড়িয়েও নেওয়া যাবে।

অন্যদিকে, Honda EM1 স্কুটারে রয়েছে অত্যাধুনিক ফিচার্স। এই স্কুটারে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সস্পেন, টনভিন শক এবজরবর, কম্বো ব্রেকিং সিস্টেম তথা রেয়ার ডিস্ক ব্রেকের মতো সুবিধা। অন্যদিকে, কোম্পানি তরফে স্কুটারের দাম সম্পর্কে জানানো হয়েছে। জানা গেছে অন রোড এই স্কুটারের মূল্য হতে পারে ৭৭ হাজারের কাছাকাছি।

Related Articles