টু-হুইলার নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ‘হোন্ডা’। ইতিমধ্যেই তারা একাধিক বাইক ও স্কুটার এনে চমকে দিয়েছে গ্রাহকদের। অন্যদিকে তারা 2050 সালের মধ্যে কার্বন নিউট্রাল হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। যার ফলে তারা জোর দিয়েছে ইলেকট্রিক যানবাহন তৈরীর উপর। জাপানের এই সংস্থা 2025 সালের মধ্যে নতুন দশটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার চিন্তাভাবনা করছে।
সেরকমই সদ্য লঞ্চ হওয়া ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে রয়েছে ‘Cub e’, ‘Dax e’, এবং ‘Zoomer e’। এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সরু গলির মধ্যে দিয়েও অনায়াসে যাতায়াত করতে পারে অর্থাৎ স্কুটারগুলির আকৃতিকে সরু করা হয়েছে। সবথেকে ভালো বিষয় হলো এই স্কুটারগুলি চালাতে কোনোরকম লাইসেন্সের দরকার পড়বে না।
জানা গিয়েছে, এই স্কুটারের সর্বোচ্চ গতি হবে 24kmph। যদিও অন্যান্য স্কুটারের তুলনায় এগুলিতে রেঞ্জ অনেকটা কম। তবে তাতে রয়েছে ফাস্ট চার্জিং এবং ব্যাটারী সোয়াপিংয়ের সুবিধা। এছাড়া কোনো কারণে যদি ব্যাটারী কাজ না করে তাহলে সেটি প্যাডেল করেই চালানো যাবে। যদিও সংস্থার তরফ থেকে এখনো নিশ্চিত করে বলা হয়নি এগুলি ভারতে লঞ্চ হবে কিনা।
অন্যদিকে এই সংস্থার এমডি এবং সিইও আত্সুশি ওগাটা জানিয়েছেন 2024 সালের মার্চের মধ্যেই তারা ভারতে ‘হণ্ডা অ্যাক্টিভা’র ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে। যার সর্বোচ্চ গতিবেগ থাকবে 50kmph। এছাড়া সিঙ্গেল চার্জে সেটা চলতে পারবে 80 থেকে 100 কিলোমিটার রাস্তা। যা শোনার পর এই স্কুটারের অপেক্ষায় রয়েছেন গ্রাহকেরা।