টেক নিউজনিউজ

স্টাইলিশ লুক সঙ্গে শক্তিশালী ইঞ্জিন, নতুন অ্যাডভেঞ্চার স্কুটার লঞ্চ করে নজর কাড়ল Honda

একটা সময় ছিল যখন স্কুটারের রমরমা ছিল। কিছুদিন পূর্ব অবধি সেই ঝোঁক কম থাকলেও বর্তমানে ফের নজর কাড়ছে বিভিন্ন কোম্পানির স্কুটার। ই-স্কুটার গুলিতো জনপ্রিয়তা পাচ্ছেই তার সাথে জনপ্রিয়তা প্রাচ্ছে সাধারণ স্কুটারগুলি। বর্তমানে স্কুটারের দুনিয়ায় নতুন সংজ্ঞা বহন করে এনেছে অ্যাডভেঞ্চার মডেল। আর এই চাহিদার কথা মাথায় রেখেই Honda আন্তর্জাতিক বাজারের লঞ্চ করেছে তাদের অ্যাডভেঞ্চার গোত্রের স্টাইলিশ স্কুটার।

এই স্কুটার মডেলটির নাম ADV160. এটি ছাড়াও সংস্থার লাইন আপে 160CC ওপর দুই মডেল হল PCX 160 , VARIO 160.প্রথমেই আসা যাক স্কুটাটির লুকের কথায়। বর্তমান প্রজন্মের কথার মাথায় রেখে এতে দেওয়া হয়েছে একটি স্টাইলিশ লুক। সাথে যুক্ত করা হয়েছে দুটি কালার অপশন ম্যাট চারকল গ্রে মেটালিক, ডিভাসিটি রেড।

এছাড়াও ADV160 এ দেওয়া হয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম ও হোন্ডা সিলেক্টটেবল টর্ক কন্ট্রোল।দ্বিতীয় ফিচার্সটি সাধারণত পেছনের চাকা ময়লা হ‍লে পরিষ্কার করতে সহায়তা করবে। এছাড়াও গাড়িতে রয়েছে আইডলিং স্টপ সিস্টেম। যা জ্বালানী সাশ্রয় করবে। দেওয়া হয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ও একটি নতুন ডিজাইনের স্পিডোমিটার।

ইঞ্জিনের প্রসঙ্গে বলতে গেলে স্কুটারটিতে রয়েছে ১৫৬.৯ সিসি ইঞ্জিন যা ১৬.২ পিএস শক্তি এবং ১৪.৭ এনএম টর্ক উৎপন্ন করবে‌। ইতিমধ্যে গাড়িটির দাম সামনে চলে এসেছে। জানা গেছে HONDA ADV 160 এর দাম পড়বে প্রায় ১.৯৩ লক্ষ টাকা। তবে গাড়িটি কবে ভারতে আসবে সে প্রসঙ্গে সংস্থার তরফে কোনরকম তথ্য দেওয়া হয়নি।