টেক নিউজনিউজ

পেট্রোলের অধ্যায় শেষ করে মার্কেটে লঞ্চ হতে চলেছে Honda Activa Electric, রইল খুঁটিনাটি

গত বছরই আভাস পাওয়া গিয়েছিল। আর এবার সেই আভাসকে সত্যি করে ‘হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া’র তরফ থেকে জানানো হলো আগামী বছরই তারা লঞ্চ করতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত ‘Activa’ ইলেকট্রিক স্কুটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন আগামী বছরের মার্চ মাসেই এই স্কুটার লঞ্চ হতে চলেছে ভারতীয় বাজারে।

অটোমোবাইলের দুনিয়ায় ‘Activa’ স্কুটারটির জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই সংস্থা সব থেকে বিক্রিত স্কুটার হল ‘অ্যাক্টিভা’। তারই এবার ইলেকট্রিক ভার্সন লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, পেট্রোল চালিত একটি অ্যাক্টিভার উপর নির্ভর করে এই স্কুটারটি নির্মিত হবে। তবে সেখানে একাধিক দুর্দান্ত ফিচার থাকতে চলেছে।

ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনযুক্ত অ্যাক্টিভার থেকে ব্রেকিং সিস্টেম-সহ একাধিক যন্ত্রাংশ ব্যবহার হবে এতে। ফিক্স ব্যাটারী প্যাক ও স্কুটারটিতে থাকা ইলেকট্রিক মোটরের সাহায্যে সর্বাধিক ৫০ কিমি/ঘণ্টা গতিবেগ হতে চলেছে স্কুটারটির। অন্যদিকে জানা গিয়েছে, স্কুটারের বৈদ্যুতিক মোটর থেকে শুরু করে ব্যাটারী সবই স্থানীয় সংস্থা থেকে নেওয়া হবে।

যার ফলে এই স্কুটারের দাম খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। যদিও দাম কত হতে চলেছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি সংস্থার তরফ থেকে। তবে শুধু এই স্কুটারই নয় আগামী দিনেও আরো একটি ইলেকট্রিক স্কুটার আনার কথা জানিয়েছে এই সংস্থা। যেখানে পরিবর্তনযোগ্য ব্যাটারী ব্যবহার করা হবে। যার দ্বারা এটাই স্পষ্ট যে অন্যান্য ইলেকট্রিক বাইক নির্মাণকারী সংস্থাদের চ্যালেঞ্জ জানাতে চলেছে এই সংস্থা।