টেক নিউজনিউজ

স্টাইলিশ লুক ও অত্যাধুনিক ফিচারসে Hero নিয়ে আসছে নতুন স্কুটার, জেনে নিন দাম

বর্তমানে অনেকেই ঝুঁকে পড়েছেন স্কুটির দিকে। টু হুইলারের দুনিয়ায় স্কুটি সকল বয়সী চালকদের জন্য এক আদর্শ অপশন। তাই নিত্যনতুন স্টাইলিশ স্কুটি আনার জন্য বিভিন্ন স্কুটি প্রস্তুতকারক কোম্পানির মধ্যে রীতিমতো চলছে অন্তর্দ্বন্ধ। সম্প্রতি জনপ্রিয় কোম্পানি হিরো লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্কুটি। এবার ভারতের মার্কেটে আসতে চলেছে Hero Xoom 110। বহুদিন ধরে সকলে অপেক্ষা করছিলেন এই গাড়িটির লঞ্চের জন্য।

অবশেষে ভারতীয় মার্কেটে আসতে চলেছে এই নতুন মডেলটি। হিরো তাদের এই নতুন মডেলটিকে তিনটি ভ্যারিয়েন্ট অপশনে লঞ্চ করছে ভারতীয় মার্কেটে, যা হলো LX,VX ও ZX। তিনটি ভেরিয়েন্টের দাম ভিন্ন রাখা হয়েছে এবং ফিচারস গত দিক থেকেও কিছুটা বৈষম্য রয়েছে। চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক এই নতুন স্কুটারটি সম্পর্কে বিস্তারিত তথ্য।এই নতুন স্কুটারের LX ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ৬৮,৫৯৯ টাকা।

VX ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ৭১,৭৯৯ টাকা এবং ZX ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ৭৬,৬৯৯ টাকা। এই স্কুটারটি জনপ্রিয় অন্যান্য স্কুটিগুলিকে সমানভাবে টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই গাড়িটির স্পেসিফিকেশন সম্পর্কে। স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে ১১০.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল্ড এফআই ইঞ্জিন। যা সর্বোচ্চ ৮.৪ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে এবং ৮.৭ এনএম টর্ক জেনারেট করতে পারে।

এছাড়া অতিরিক্ত ফিচারস হিসেবে এই স্কুটারটিতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটিসহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ১২ ইঞ্চি অ্যালয় হুইল। এছাড়াও ZX ভেরিয়েন্টিতে রয়েছে কর্ণারিং বেন্ডিং লাইট, যা রাস্তায় বাঁক নেওয়ার সময় সক্রিয় হয়ে উঠবে। এটি এই স্কুটির টপ ভেরিয়েন্ট যার সামনের চাকায় রয়েছে ডিস ব্রেক।