টেক নিউজনিউজ

বাজার গরম করতে সস্তায় নজরকাড়া স্কুটার আনছে Hero, জেনে নিন ইঞ্জিন-ফিচারসের সম্বন্ধে

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ও স্কুটার প্রস্তুতকারক সংস্থা হিরো। দেশের মধ‍্যবিত্ত নাগরিকদের কাছে এই সংস্থার বাইক স্কুটার অত‍্যন্ত জনপ্রিয়। আর এই জনপ্রিয়তা ও চাহিদার কথা মাথায় রেখেই সম্প্রতি হিরো লঞ্চ করতে চললো নয়া স্কুটার। তরুণ প্রজন্মের কাছে খুব কাছের স্কুটার Hero Maestro এবার নতুন ধাঁচে হাজির হতে চলেছে সবার সামনে।Maestro এর নয়া স্টাইলিশ ভেরিয়েন্ট Zoom যা আগামী ৩০ জানুয়ারি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে আসতে চলেছে।

ইতিমধ্যে জানা গেছে Hero Maestro Xoom তিনটি আলাদা ভ‍্যারিয়‍্যান্টে আসবে- LX, VX, ZX.ডকুমেন্ট অনুযায়ী সাধারণ মডেলের মতোই ১১০.৯ সিসি সিঙ্গেল এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে এতে। যা ৮ বিএইচপি শক্তি ও 8.7 nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে মাইলেজ বাড়ানোর জন্য যুক্ত হয়েছে i3S প্রযুক্তি। পাশাপাশি থাকবে ইঞ্জিন স্টার্ট/স্টপ ফাংশন। জানা যাচ্ছে সাসপেনশনের দায়িত্ব সামলানোর জন্য এর সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে সক অ্যাবজর্ভার।

ব্রেকিং এর জন্য উভয় চাকাতে ড্রাম ব্রেক রয়েছে। টিজার অনুযায়ী স্কুটারের সামনের দিকে X আকৃতির এলইডি ডিয়আরএল সহ এলইডি হেড ল্যাম্প ও টেলল্যাম্প থাকবে। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো হিরোর প্রথম স্কুটার যেখানে সামনে ও পিছনে ১২ ইঞ্চির অ্যালয় হুইল সংযুক্ত রয়েছে। এছাড়াও ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেকটিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন এসব ফিচার্স তো আছেই।

যেহেতু Maestro Edge এবারে তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ মডেল Maestro Xoom 110cc তাই মনে করা হচ্ছে এর দাম হাজার চারেক বেশি হতে পারে। প্রসঙ্গতMaestro Edge এর ড্রাম ভ‍্যারিয়‍্যান্টের বর্তমান দাম 66,820 টাকা। অন‍্যদিকে ডিস্ক ভ‍্যারিয়েন্টের দাম 73,498 টাকা।