টেক নিউজনিউজ

মাহিন্দ্রার গাড়িতে পাবেন ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ ছাড়, জানুন নতুন দাম

বর্তমানে ভারতে বহু গাড়ি কোম্পানি জনপ্রিয়তা পেয়েছে। আর ভারতের মার্কেটে জনপ্রিয় গাড়ি কোম্পানিগুলির মধ্যে অন্যতম গাড়ি কোম্পানি হল মাহিন্দ্রা। এই মাহিন্দ্রা কোম্পানির SUV ভারতীয় মার্কেটে বেশ সাড়া ফেলেছে এবং এটি ভারতীয়দের প্রথম পছন্দের হয়ে উঠেছে। মাহিন্দ্রা স্করপিও গাড়ি ভারতীয় মার্কেটে বেশ জনপ্রিয়। ভারতে বেশিরভাগ পরিবার বড়ো হবার কারণে অনেকেই পছন্দ করেন এই স্করপিও গাড়ি। তবে সম্প্রতি মাহিন্দ্রা তাদের স্করপিও ক্লাসিক গাড়ির উপর নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার।

সম্প্রতি মাহিন্দ্রা কোম্পানি তাদের স্করপিও ক্লাসিক গাড়ির ওপর দিচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট। যার ফলে মিলবে মোটা অংকের ছাড়। মাহিন্দ্রার এই নতুন অফারের মাধ্যমে প্রায় ২.৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপনি। চলুন তবে জেনে নিই এই অফার সম্বন্ধীয় তো বিস্তারিত তথ্য।

মাহিন্দ্রা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই স্করপিও ক্লাসিক গাড়ির ওপর এই মুহূর্তে আপনি পেয়ে যাবেন ১ লক্ষ ৭৫ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট। এর সাথে সাথে আপনি পাবেন ১ লক্ষ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও থাকছে এক লক্ষ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এর সাথে সাথে আপনি পাবেন বিনামূল্যে ২ লক্ষ টাকার এক্সাসারিজ।

স্করপিও ক্লাসিক গাড়ির বর্তমান মূল্য ১১.৯৯ লক্ষ টাকা। তবে আপনি যদি গাড়িটি এখন ক্রয় করতে চান তবে মাহিন্দ্রার পক্ষ থেকে দেওয়া এই অফার অনুসারে ডিসকাউন্ট যোগ করলে আপনাকে আপনি মাত্র ৯.৭ লক্ষ টাকায় গাড়িটি ক্রয় করতে পারবেন। তবে মনে রাখবেন, মাহিন্দ্রার স্করপিও গাড়ির বিভিন্ন মডেলের দাম বিভিন্ন রাজ্যে ভিন্ন হয়ে থাকে। তাই সেই রাজ্যের ট্যাক্স এবং ইন্সুরেন্সের ভ্যালু প্রভৃতি নানান বিষয়ের উপর নির্ভর করবে আপনার এক্স শোরুম প্রাইস। সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যে এই গাড়ির দাম বিভিন্ন হতে পারে।