টেক নিউজনিউজ

প্রতিটি চিপসের প্যাকেটের সঙ্গে রয়েছে ফ্রি ইন্টারনেট, সকলের জানা দরকার

Advertisement
Advertisement

আপনি কি চিপস খেতে ভালোবাসেন? প্রায়শই দোকান থেকে চিপসের প্যাকেট কিনে আনেন তবে প্যাকেট খোলার পর মনে হয় চিপসের পরিমানের চেয়ে হাওয়ার পরিমান যেন বেশী…কিন্তু এবার দুর্দান্ত লাভবান চলেছেন আপনারা এবার চিপসের প্যাকেটের সাথে হাওয়া নয় মিলতে চলেছে ফ্রি ডেটার সুবিধা। পেট ও ভরবে সঙ্গে মন। এমনিতেই লকডাউনের ফলে যেহেতু বাড়ি থেকে সমস্ত কাজ করতে হচ্ছে তাই সাধারন মানুষের নেট ব্যবহার আরো বেড়ে গেছে। এই সময় তাই সকলের সুবিধার্থে দূদান্ত অফার নিয়ে এসেছে এয়ারটেল।

পেপসিকো ইন্ডিয়ার সাথে গাঁটছড়া বেঁধে এয়ারটেল এক অভিনব প্ল্যান এনেছে গ্রাহকদের জন্য। গ্রাহকরা যতবার লেস, কুড়কুড়ে, আঙ্কেল চিপস সহ পেপসিকো কম্পানি চিপসের প্যাকেট কিনবেন ততবার পেয়ে যাবেন ফ্রি ডাটা। যে দামের চিপস্ কিনবেন সেই দাম অনুযায়ী মিলবে ডেটা। প্রায় 2GB পর্যন্ত ইন্টারনেট ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। দেখুন কিভাবে।

এবার চিপস খেয়েই প্যাকেটটি ফেলে দিলে চলবে না। প্যাকেটের পিছনে থাকছে একটি কুপন কোড। এরপর আপনাকে প্রথমেই এয়ারটেল থ্যাংকস app টি ডাউনলোড করে নিতে হবে। সেখানে মাই কুপন সেকশনটিতে গিয়ে বসিয়ে দিতে হবে ওই কোড। এর পরে আপনার কাছে একটি এসএমএস আসবে যার মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার ফ্রি ইন্টারনেট প্যাক টি একটিভ হয়েছে। এর মেয়াদ থাকবে তিন দিন পর্যন্ত। দশ টাকার চিপসের প্যাকেটে 1gb এবং কুড়ি টাকার চিপসের প্যাকেট এর সাথে দু জিবি ইন্টারনেট ডাটা কুপন পাওয়ার সুবিধা থাকছে।

এই প্রসঙ্গে ভারতীয় এয়ারটেলের চিফ মার্কেটিং অফিসার জানিয়েছেন গ্রাহকদের সেরা নেটওয়ার্ক দেওয়ায় তাদের মূল উদ্দেশ্য। আশা করা যাচ্ছে এই অভিনব অফার গ্রাহকদের মুখে হাসি ফোটাবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles