টেক নিউজনিউজ

১৫ মিনিটেই ফুল চার্জ, মাত্র ২ হাজার টাকায় কিনুন Xiaomi-র এই দুর্দান্ত স্মার্টফোন!

অনেকেই আছেন যারা বিভিন্ন ই-কমার্স সাইটগুলি থেকে স্মার্টফোন কিনতে পছন্দ করেন। সেক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হয় কোনো না কোনো সেলের জন্য। সেরকমই একটি সেল নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট। যা চলবে 24শে জানুয়ারী থেকে 31শে জানুয়ারী পর্যন্ত। এই সেলে স্মার্টফোনের উপর দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে।

আপনি জানলে অবাক হবেন Xiaomi-এর একটি স্মার্টফোন মাত্র 2000 টাকায় কেনা যাচ্ছে সেলে। এই ফোনটির নাম হলো ‘Xiaomi 11i হাইপারচার্জ 5G’। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ফোনের উপর কী কী অফার উপলব্ধ রয়েছে। ফোনটির আসল দাম 31,999 টাকা। কিন্তু এটি ফ্লিপকার্টে মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ তার উপর 7,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।

তবে শুধু এই টাকাই নয় আরো বেশ কিছু অফার রয়েছে এই ফোনের উপর।কারণ, তাতে এক্সচেঞ্জ অফার এবং ব্যাংক অফার রয়েছে। জানা গিয়েছে 30,000 টাকা এক্সচেঞ্জ অফার রয়েছে এই ফোনের উপর। অর্থাৎ আপনার পুরনো ফোনটি যদি ভালো অবস্থায় থাকে তাহলে এক্সচেঞ্জ করে মাত্র 2,000 টাকায় আপনি এই ফোনটি পেয়ে যেতে পারেন।

তবে যদি আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করতে না চান এবং ফোনের কিছুটা দাম কমাতে চান সেই অফারও রয়েছে। ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 3,000 হাজার টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও ডেবিট বা ক্রেডিট কার্ড যদি কোটাক ব্যাংকের হয় তাহলে আরো 750 টাকা ছাড় পাবেন অর্থাৎ এই অফারগুলি প্রয়োগ করলে ফোনটির দাম হবে 21,250 টাকা।