টেক নিউজনিউজ

Redmi-র থেকেও কম দামে কিনুন iPhone, শেষ সুযোগ দিচ্ছে এই জনপ্রিয় সংস্থা

বিগত কয়েক বছরেই দেশে আইফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে। মোবাইলপ্রেমী এর কাছে আইকন এক স্বপ্নের নাম। একটা পকেটে আইফোন রাখার শখ অনেকেরই থাকে তবে শখ থাকলেও বাধ সাধে সাধ‍্য। সাধারণত এন্ড্রয়েড ফোনগুলি তুলনায় এর দাম বেশি থাকায় অনেকের কাছেই অধরা থেকে যায় ফোনগুলি। তবে এবার আর মন খারাপ নয় কারণ এবার মধ্যবিত্তদেরও হবে স্বপ্ন পূরণ। কারণ সম্প্রতি রেডমি, রিয়েলমির বিভিন্ন মডেলের থেকে কম দামে iphone কেনার সুযোগ মিলছে ফ্লিপকার্টে। 20 হাজারেরও কম দামে কিনে নিতে পারবেন Iphone SE 2020

দাম- iPhone SE 2020 64 Gb storage এর দাম 39990 টাকা। কোনরকম ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে না Flipkart. তাও কুড়ি হাজার টাকার কমেই কিনতে পারবেন ফোনটি।

দেখে নিন কীভাবে

আসলে এই মুহূর্তে চলছে ব্যাংক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে 20 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। যদিও পুরনো স্মার্টফোনের দাম নির্ভর করবে ফোনের মডেল ও অবস্থার ওপরে।

অফারের সম্পূর্ণ সুযোগ নিতে পারলে ১৯৯৯০ টাকায় মিলবে ফোন। এছাড়াও বিভিন্ন ক্রেডিট ও ডেবিট কার্ডের দুর্দান্ত অফার রয়েছে। কোটাক ব‍্যাঙ্ক ক্রেডিট কার্ড এর মাধ্যমে ফোন কিনলে মিলবে অতিরিক্ত ১০% ছাড়। আবার flipkart অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করলে লেনদেনে মিলবে 5% ক‍্যাশব‍্যাক।

ফোনটির স্পেসিফিকেশন বলতে এতে রয়েছে ৪.৭ রেটিনা ডিসপ্লে। রয়েছে Apple A13 Bionic চিপ। ফোনের পিছনে একটি মাত্রই সেন্সর রয়েছে যেখানে পাবেন ১২ মেগাপিক্সেল ক্যামেরা, আর সেলফির জন্য ৭ মেগাপিক্সেল ক্যামেরা।