টেক নিউজনিউজ

দুর্দান্ত লুকের সাথে আধুনিক ফিচারসে ঠাসা, চোখধাঁধানো স্পোর্টস বাইক আনল QJ Motor

সময়ের সাথে সাথে রুচি বদলাচ্ছে সবকিছু। পোশাক আশাক থেকে শুরু করে স্টাইল সবের। আর এই তালিকায় কিন্তু বাদ নেই বাইকও। আগে যাতায়াতের জন্য একখানি সাধ‍্যের মধ্যে বাইক হলেই চলতো কিন্তু বর্তমানে বাইক হয়ে উঠেছে এক আবেগের নাম। কেউ পছন্দ করছেন স্ক্রুজ বাইক কারো পছন্দের স্পোর্টস বাইক।

তবে কয়েক বছরের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাবে ভারতে ধীরে ধীরে স্পোর্টস বাইকের জনপ্রিয়তা বেড়েছে। আর তাই এই চাহিদার কথা মাথায় রেখেই নতুন বছর QJ Motor এনেছে তাদের স্পোর্টস বাইক SRK 400 RR. বাইকটির ওপর থেকে পর্দা সরানো হলেও লঞ্চের ঘোষণা এখনো করা হয়নি। তবে সামনে এসেছে এর স্পেশিফিকেশন ও চোখ ধাধানো লুক।

ফুল ফেয়ার্ড এই স্পোর্টস বাইকে সর্বত্র এলইডি লাইটের উজ্জ্বল উপস্থিতি বেশ আকর্ষণীয়।স্পেশিফিকেশনের কথা বললে এয়ার ভেন্ট যু্ক্ত ফেয়ারিং, স্প্লিট সিট সেটাপ, আন্ডার বেলি এগজস্ট পাইপ, উঁচু করা উইন্ডশিল্ড ইত‍্যাদি দেওয়া হয়েছে। instrument consult হিসাবে দেওয়া হয়েছে টিএফটি ডিসপ্লে। বাইকটির তেল ধারণের ক্ষমতা 14 lt.400 সিসি প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত এই বাইকে সংযুক্ত করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম।

শক্তিশালী ইঞ্জিন থেকে 40.9 HP শক্তি 37 এনএম টর্ক উৎপাদিত হয়। এছাড়া এতে ব‍্যবহার করা হয়েছে 6গিয়ারবক্স। সুরক্ষার দিকেও যথেষ্ট নজর দেওয়া হয়েছে। দুই চাকাতে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। সাথে রয়েছে এবিএস প্রযুক্তি। ধারনা করা হচ্ছে এর দাম হতে পারে 3.59 লক্ষ টাকার আশেপাশে।