টেক নিউজনিউজ

মাত্র ২০ পয়সায় প্রতি কিমি, এই সস্তার ইলেকট্রিক স্কুটার কিনলে সাশ্রয় হবে অনেক টাকা

ক্রমাগত জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমানে ইলেকট্রিক যানবাহনের প্রতি আগ্রহ বাড়ছে সকলের। ইতিমধ্যেই আমাদের সামনে এরকম একাধিক সংস্থা উঠে এসেছে যারা নানান ফিচারযুক্ত ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। সেরকমই এবার একটি স্কুটারের নাম সামনে এসেছে। যেখানে মাত্র 20 পয়সার মাধ্যমে যাওয়া যাবে 1 কিলোমিটার পথ।

আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই স্কুটারের সম্পর্কে। আসলে ‘Hop Electric’ নামক একটি স্টার্টআপ সংস্থা তাদের নতুন ‘Leo Electric’ স্কুটার লঞ্চ করেছে। যেখানে চার রকমের রঙে পাওয়া যাবে স্কুটারগুলি। যেগুলি হলো- গ্রে, হোয়াইট, ব্ল্যাক, রেড ও ব্লু। 97 হাজার টাকায় পাওয়া যাবে এই স্কুটার।

আসুন তাহলে জেনে নেওয়া যাক এই স্কুটারের কিছু ফিচার সম্পর্কে-

1. এতে থাকছে BLDC Hum বৈদ্যুতিক মোটর যা 90 Nm টর্ক জেনারেট করে। এটি একটি বিশেষ মোটর দ্বারা চালিত যেখানে সাইনোসয়েডাল এফওসি ভেক্টর কন্ট্রোলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

2. এই ই-স্কুটারে 2.2 kWh ব্যাটারী থাকছে। যা চার্জ হতে খুবই কম সময় নে।য় লিথিয়াম আয়নযুক্ত ব্যাটারী আড়াই ঘণ্টায় 80 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। সাথে 850 ওয়াটের স্মার্ট চার্জার থাকছে।

3. ফুল চার্জ দিলে সেটি 120 কিলোমিটার পথ চলতে পারে। আর প্রত্যেক কিমিতে খরচ মাত্র 20 পয়সা।

4. এছাড়া আছে চারটি ড্রাইভিং মোডস। একইসাথে এলইডি ডিজিটাল কনসোল রয়েছে।