মাত্র ৩০ মিনিট চার্জেই ছুটবে ৪০০ কিমি, ইলেকট্রিক বাইকের দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করতে আসছে এই দুর্ধর্ষ বাইক

বর্তমানে পেট্রোলের দাম বেড়েই চলেছে আর এই জ্বালানির দাম নিয়ন্ত্রণের কোনো সমাধানের পথ পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় পেট্রোল ও ডিজেলের উপর নির্ভরতা কমানোই একমাত্র বিকল্প এই কারণেই জনতা ঝুকছে বৈদ্যুতির গাড়ির দিকে। আর গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে তাদের বৈদ্যুতিক বাইক গাড়ি। এই যেমন সম্প্রতি ইলেকট্রিক মোটরসাইকেলের প্রস্তুতকারী সংস্থা দ্য ভিঞ্চি মোটর (Davinchi Motor) নয়া বছরে কনজিউমার ইলেকট্রনিক্স শো বা সিইএস-এ তাদের ইলেকট্রিক বাইক DC100 প্রদর্শিত করতে চলেছে।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রথম কোন চীনা সংস্থা আমেরিকার বাজারে টু হুইলার হাজির করবে। DC100 এই ই-বাইকটি 1000 সিসির আইসিই মোটরসাইকেলগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটাই মনে করছে এই সংস্থা। ইতিমধ্যে বাইকটির কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে পারফরম্যান্স ফোকাসড এই বাইকটি মাত্র 3 সেকেন্ডে 0-100km/hr গতিবেগ তুলতে সক্ষম।
এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 200km. সংস্থা থেকে দাবি করা হয়েছে এই বাইকটি ফুল চার্জের ৪০০ কিলোমিটার ছুটতে সক্ষম হবে। আর ডিসি ফাস্ট চার্জার থাকায় মাত্র আধ ঘন্টা সময়ের সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বাইকটিতে।দাভিঞ্চি মোটরের আন্তর্জাতিক ব্যবসায়ী প্রধান রোসান্না লিবিয়া জানিয়েছেন আমেরিকার বাজারে ২০২৩ সিইএস এ তাদের প্রথম বাইক আনার ঘোষণা করতে পেরে তারা রোমাঞ্চিত।
প্রযুক্তি নির্ভর সংস্থা হিসাবে এই প্রদর্শনী তাদের প্রধান লক্ষ্য ছিল। তার ধারণা আসন্ন প্রদর্শনীর মাধ্যমে তারা নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারবে।
প্রসঙ্গত এর মধ্যে কোম্পানি একটি বিবৃতি সামনে এনেছে, সেখান থেকে জানা যাচ্ছে তাদের DC 100 মোটরসাইকেলটির বিষয়ে সম্ভাব্য ব্যবহারকারী, মিডিয়া এবং ডিস্ট্রিবিউটর এর মধ্যে প্রত্যাশা রয়েছে। CES 2023 এ তাই গ্রাহকদের এই ইলেকট্রিক বাইকটি পরোখ করে দেখার সুযোগ মিলবে।