টেক নিউজনিউজ

বাজার কাঁপাতে লঞ্চ হয়ে গেল নতুন বাজাজ Pulsar P150, দেখুন দাম ও ফিচারস সম্পর্কে

এক সময়ের মধ্যবিত্তের ড্রিম বাইক ছিল বাজাজ পালসার। যেমন সাধ্যের মধ্যে দাম তেমনই তার স্পোর্টি লুক সবমিলিয়ে বাইকপ্রেমীদের চোখের মণি হয়ে উঠেছিল এই বাইক। বর্তমানে বিভিন্ন কোম্পানির বাইক এসেছে, জনপ্রিয়তা পেয়েছে বাইকপ্রেমীদের কাছে। তবু এখনো বহু মানুষ রয়েছে যারা ভরসা রাখে সেই বাজাজ পালসারে। সাধ্যের মধ্যে দামের কারণে আজও তরুণ প্রজন্মের কাছে এই কোম্পানির বাইক বেশ পছন্দের।

বর্তমানে নতুন করে পালসার ব্র্যান্ডে নজর দিয়েছে bajaj. তারা নতুন করে নিয়ে আসছে Pulsar P150. যেমন তার লুক হতে চলেছে তেমনি নিত্যনতুন ফিচারস এর সমৃদ্ধ হবে এই বাইক। ইতিমধ্যে জানা গেছে এই বাইকটি মোট দুটি ভ্যারিয়েন্ট নিয়ে আসছে- সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল সিট ও টুইন ডিস্ক স্প্লিট সিট।

নতুন Pulsar P150 এ থাকছে নতুন ১৪৯.৬৮ cc এয়ার কুলড ইঞ্জিন। কোম্পানি তরফের দাবি নতুন ইঞ্জিন আগে তুলনায় অনেক বেশি রিফাইন্ড হবে। এছাড়াও পাওয়া যাচ্ছে কিকস্টার্ট ইঞ্জিন। 140 kg ওজনের এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১৪ লিটার। এতে রয়েছে একটি 31 মিলিমিটার টেলিস্কোপিক এবং রিয়ার মনোশক ইউনিট ব্রেকের জন্য সামনে এবং পিছনের চাকায় দেওয়া হয়েছে ২৬০ মিলিমিটার ও ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এই বাইকে আপনারা ১৩০ মিলিমিটার ড্রামব্রেক সহ সিঙ্গেল ভেরিয়ান্ট পেয়ে যাবেন।

এছাড়াও ফিচারের তালিকায় উপস্থিত রয়েছে একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং রেঞ্জ ইন্ডিকেটর। পাশাপাশি এলইডি প্রজেক্টর হেডলাইট এলইডি ডিআরএল এবং এলইডি টেল লাইট পাওয়া যাবে এই বাইকে। আর দামের কথা বলে এই মডেল দুটির দাম রাখার হয়েছে ১.১৭ লক্ষ এবং 1.20 লক্ষ টাকা। বাজাজের সম্পূর্ণ লাইন আপে এই দুটি স্থান পেয়েছে N160 ও Pulsar150 এর মধ‍্যে।