যতদিন যাচ্ছে তত বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রলের দিন দিন মূল্যবৃদ্ধি চাহিদা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। অপরদিকে পরিবেশের কথা ভেবে ও চাহিদার কথা ভেবে বিভিন্ন বাইক গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি নিয়ে আসছে একের পর এক ইলেকট্রিক বাইক, স্কুটার, গাড়ি। ইতিমধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম টু হুইলার কোম্পানি হোন্ডা ২০২৪ সালে তাদের Activa Electric লঞ্চের কথা জানিয়েছে। তবে আপনার জন্য রয়েছে দারুন সুখবর।
আপনি যদি এখনই হোন্ডার অ্যাক্টিভার পেট্রোল চালিত বাইককে বৈদ্যুতিক ভার্সনে রূপান্তরিত করতে চান এখন তাও সম্ভব। দেখে নিন কিভাবে। সম্প্রতি অন্ধপ্রদেশ নেল্লোরের এর এক ইউটিউবার তার আইসিই মডেলের Activa কে ইলেকট্রিক ভার্সনে পরিবর্তিত করেছেন। এটি রূপান্তরিত করতে এতে একটি হাফ মোটর ইনস্টল করা হয়েছে যা পিছনের চাকার সাথে সংযুক্ত।
জানা গেছে মোটরের কনস্ট্যান্ট পাওয়ার রেটিং এক কিলোওয়াট এবং সর্বোচ্চ পাওয়ার রেটিং ২ থেকে ২.৫ কিলোওয়াট। এতে উপস্থিত প্রিসমেটিক সেল যুক্ত ৭২ ভোল্ট ৪০ এম্পিয়ার ব্যাটারির আউটপুট ২.৮৮ কিলোওয়াট আওয়ার Activar নতুন রূপদানকারী প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী এই স্কুটারটি সিঙ্গেল চার্জে ১২০ কিলোমিটার চলতে সক্ষম হবে।
আর গতি হবে এক ঘন্টায় ৫৫ কিলোমিটার। জানা যাচ্ছে স্কুটারটিতে এনালগ গজ বদলে দেওয়া হয়েছে একটি অল ইলেকট্রিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। আপনি কি নিজের গাড়িটিকে এমন ইলেকট্রিক ভার্সন করতে চান! তাহলে জানিয়ে রাখা ভালো সংস্থা থেকে জানা যাচ্ছে এটি রূপান্তরের জন্য খরচ হয়েছে এক লক্ষ টাকা।