বর্তমান প্রযুক্তির যুগ..তাই প্রতিদিনের ব্যবহারের জন্য আবশ্যক হয়ে উঠেছে মোবাইল, ল্যাপটপ। একটা মিনিমাম রেঞ্জে ভালো ফোন ল্যাপটপ সবাই চাই। কিন্তু মিনিমাম রেঞ্জে পেলেও নয়তো ফিচার্স পছন্দ হয়না আবার ফিচার্স পছন্দ হলে বাজেট ছাড়িয়ে যায়। কিন্তু এই মুহুর্তে এই সমস্যার সমাধান করছে এক ই কমার্স সাইট।
আপনি যদি বর্তমানে বাজেট মূল্যে একটা ভালো ল্যাপটপ কেনার কথা ভেবে থাকেন তাহলে মিড রেঞ্জের এই ল্যাপটপটি পেয়ে যাবেন অনেক কম দামে। এই মুহূর্তে Dell এর ল্যাপটপের ওপর অনেক ছাড় দিচ্ছে amazon. চলুন জেনে নিন কোন ল্যাপটপ গুলির উপর ছাড় পাবেন আর কি রয়েছে অফার। ডিসকাউন্ট অফারটি পাওয়া যাচ্ছে Dell Vostro 143491 Intel core i3 তে এর আসল দাম ৪৪৭১৬ টাকা কিন্তু এতে আপনি প্রথমেই পেয়ে যাবেন 11% ফ্ল্যাট ডিসকাউন্ট।
ডিসকাউন্টের পর দাম দাঁড়াবে ৩৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও থাকছে ব্যাংক অফার। সাথে অ্যামাজন পে ICICI কার্ড থেকে পেমেন্ট করলে পাবেন ইএমআই এর সুবিধা। ফিচার্সের কথা বললে এতে পাবেন 11th Gen Intel core i5 1135G7. ১৪ ইঞ্চি স্ক্রিন যুক্ত এই ল্যাপটপে দেয়া হয়েছে ৮gb র্যাম। থাকছে ৫১২ জিবি প্লাস 1TB স্টোরেজ অপশন।
windows 10 অপারেটিং সিস্টেমে চলবে Dell vostro ল্যাপটপটি। এটা ছাড়া Dell inspiron 3511 windows 11 ল্যাপটপটিতেও পেয়ে যাবেন ২৭ শতাংশ ছাড়। এর আসল দাম ৫৫০৪৭ কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এটি আসবে ৩৯ হাজার ৯৬১ টাকায়। এছাড়াও রয়েছে ব্যাংক অফারের মতো আরো কিছু ডিসকাউন্ট। আপনি যদি কম দামে ভালো ল্যাপটপ কিনতে চান তাহলে এই দুটি হতে পারে আপনার ভালো অপশন।