একবার চার্জেই ছুটবে বহুদূর, সাধারণ সাইকেলকে এইভাবে মোডিফাই করলেই হবে অসাধারণ

Advertisement

এবার মাত্র একটি কিট ব্যবহার করেই আপনার বাইসাইকেলটিকে ইলেকট্রিক বাইসাইকেলে রূপান্তর করতে পারেন। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। একদিকে যেমন জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে পরিবেশের কথা মাথায় রেখেও এসব যানবাহনের দিকেই বেশি ঝুঁকছেন সাধারণ মানুষ।

Advertisements

ইতিমধ্যেই আমাদের সামনে একাধিক ইলেকট্রিক যানবাহন উঠে এসেছে। এমনকি বর্তমানে ইলেকট্রিক বাইসাইকেল উপলব্ধ রয়েছে বাজারে। বাইসাইকেল চালানো যেমন শরীরের পক্ষে উপকারী। তেমনই এতে কোনো পরিবেশ দূষণ হয় না। তবে এবার জানা গিয়েছে আপনি আপনার বাইসাইকেলটিকে বৈদ্যুতিক সাইকেলে পরিবর্তন করতে পারেন।

Advertisements

আপনি চাইলে সেটি মোটর ব্যবহার না করে এমনিও চালাতে পারেন। কীভাবে? আসলে তার জন্য আপনাকে একটি কিট ব্যবহার করতে হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই বিশেষ কিটের সম্পর্কে-

‘ALTER 24V Chain Drive Bicycle CONVERSATION KIT Electric Conversation KIT’এর মাধ্যমে আপনি আপনার বাইসাইকেলকে ইলেকট্রিক বাইসাইকেলে রূপান্তরিত করতে পারবেন। যেটি অ্যামাজনের থেকে কিনতে পারেন দাম পড়বে ৫,৯৯০ টাকা।

এটি ব্যবহার করার পর একবার চার্জ দিলে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে আপনার ইলেকট্রিক বাইসাইকেলটি। এই কিটের মধ্যে আপনি পেয়ে যাবেন 24V 250W DC গিয়ার মোটর, 24V 250W মোটর কন্ট্রোলার, লিড অ্যাসিড ব্যাটারি চার্জার, লেট লাইট, ইনবিল্ট হর্ন, ব্রেক লিভার, মাউন্টিং প্লেট, সাইকেল চেন এবং একটি ফ্রি হুইল।

Related Articles