টেক নিউজনিউজ

Tata Tiago-কে টেক্কা দিতে ভারতে লঞ্চ করছে এই ইলেকট্রিক গাড়ি, থাকছে আকর্ষণীয় দামের সাথে ফিচারস

ভারতীয় মার্কেটে গাড়ি কোম্পানির দুনিয়ায় রাজ করছে টাটা। শুধুমাত্র পেট্রোল চালিত যানবাহনই নয়, ইলেকট্রিক চালিত যানবাহনেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টাটা। Tata Tiago EV ভারতীয় ইলেকট্রনিক গাড়ি মার্কেটে অতি জনপ্রিয় একটি মডেল। তবে এবার এই মডেলকে টেক্কা দিতে বাজারে আসছে Citroen eC3। ফরাসি কোম্পানি Citroen চলতি বছরের শুরুতেই আনতে চলেছে তাদের এই নতুন মডেলটি।

চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক এই গাড়িটির স্পেসিফিকেশন এবং ফিচার সম্বন্ধে।

অনুমান করা হচ্ছে, এই গাড়িতে থাকতে পারে ৩০.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা সর্বোচ্চ ৮৬ বিএইচপি শক্তি এবং ১৪৩ এনএম টর্ক জেনারেট করতে পারে। এছাড়া এতে থাকছে ৩.৩ কিলোওয়াট অনবোর্ড এসি চার্জার। একবার চার্জে এই গাড়িটি রেঞ্জ দিতে পারে প্রায় 350 কিলোমিটার।

সুতরাং লং জার্নির জন্য এই গাড়িটি হতে চলেছে আদর্শ গাড়ি। অতিরিক্ত ফিচার্স হিসেবে এই হ্যাজব্যাক গাড়িতে পাওয়া যাবে ফ্রন্ট ফেন্ডারে চার্জিং পোর্ট এবং পেছনে টেলপাইপ। এছাড়া ম্যানুয়াল গিয়ার লিভারের বদলে থাকবে ড্রাইভ কন্ট্রোলার এবং আপডেটেড সেন্টার কনসোল। এছাড়াও এই গাড়িটি সাপোর্ট করে CCS2 ফাস্ট চার্জিং প্রযুক্তি।

অনুমান করা হচ্ছে, ভারতীয় মার্কেটে এই গাড়িটির এক্স শোরুম প্রাইস হবে ১০-১২ লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে ভারতীয় মার্কেটে Tata Tiago EV এর দাম রয়েছে ৮-১১ লক্ষ টাকার মধ্যে। তবে ফিচারস এর দিক থেকে Tata Tiago EV এর সাথে সমানতালে টেক্কা দিবে এই গাড়িটি। তবে ভারতীয় মার্কেটে এই গাড়িটি কেমন জনপ্রিয়তা পাবে তা মার্চ মাসে লঞ্চ করার পরই বোঝা যাবে।