টেক নিউজনিউজ

কম ডাউনপেমেন্টের সাথে ক্যাশব্যাকের সুবিধা, জবরদস্ত অফারে কিনুন Yamaha-র এই বাইকগুলি

একটা বাইকের শখ বা প্রয়োজনীয়তা কার না থাকে! আর এই কারণে প্রত্যেক সাধ থাকে সাধ‍্যের মধ্যে একটা ভালো বাইকের। এই সেগমেন্টে সবথেকে বেশি জনপ্রিয় ইয়ামাহা-এর বাইক। জাপানের এই জনপ্রিয় দুই চাকার গাড়ি প্রস্তুতকারীর সংস্থা সব সময় ক্রেতাদের কথা মাথায় রাখেন। আর গ্রাহকদের কথা মাথায় রেখে একবারে নতুন বছরের প্রথমেই Yamaha তাদের এন্ট্রি লেভেল রোডস্টার মোটরসাইকেল FZ-S FI ও FZ FI এর ওপর অফার ঘোষণা করেছে।

অনেকের বাইক কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে সাধ‍্য হয়না। তাই এই অফারের মাধ্যমে একেবারে কম ডাউন পেমেন্টে উপরিউক্ত ক্যাশব্যাক অফারের সহিত মোটরসাইকেল দুটি বাড়িতে নিয়ে আসার সুযোগ পাবেন। তবে হ্যাঁ অফারটি কেবলমাত্র মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য। যা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বৈধ থাকবে।

চলুন দেখে নিন বাইক গুলির দাম ফিচারস ইত্যাদি-

Yamaha FZ FI মডেলটির দাম রাখা হয়েছে ১,১৪, ৪৩৯ টাকা। অপরদিকে FZ S FI এর দাম ১,২২,১৪৯ টাকা। অন্যদিকে আবার FZ S FI এর ডিউলেক্স ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে 1,25,139 টাকা‌। উল্লেখ্য S ভ্যারিয়েন্টটিতে অতিরিক্ত হিসাবে থাকবে ক্রোম গার্নিশ এবং ফুয়েল ট্যাংক এর ওপর থ্রিডি লোগো।

ইঞ্জিনের কথা বলতে গেলে এটা দেওয়া হয়েছে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১২.২ বি এইচ পি শক্তি এবং ১৩.৩ এমএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। মোটরের সাথে সংযুক্ত হয়েছে একটি ফাইভ স্পিড গিয়ার বক্স। বলাবাহুল‍্য এই সিরিজের বাইক গুলি কিন্তু সংস্থার পোর্টফোলিয়তে তৃতীয় সর্বাধিক বিক্রিত মডেল।