এবার আপনি মাত্র ১৫ হাজার টাকাতেই একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার নিজের করে নিতে পারেন। কীভাবে? আসুন তাহলে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমার কথা আলাদা করে বলতে হয় না। একদিকে যেমন রয়েছে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি অন্যদিকে রয়েছে পরিবেশ দূষণ। সবদিক দিয়ে দেখতে গেলে ইলেকট্রিক যানবাহন ব্যবহারকেই যথাযথ মনে করছেন সকলে।
ইতিমধ্যে আমাদের সামনে এরকম একাধিক সংস্থা উঠে এসেছে যারা দুর্দান্ত ফিচারের ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে সকলের জন্য। সম্প্রতি সেরকমই একটি ইলেকট্রিক স্কুটার এনেছে একটি সংস্থা। যে স্কুটারের নাম ‘Simple One Extra Range Electric Scooter’। যেটি আপনি খুব কম দামে নিজের করে নিতে পারেন। এটির শোরুম মূল্য ১,৪০,৯৯৯ টাকা এবং এটির সাথে ৮,৮৪৮ টাকার ইন্স্যুরেন্স চার্জ যুক্ত হবে।
সামগ্রিকভাবে, দিল্লীতে এই স্কুটারের অন-রোড দাম হবে ১,৫৩,৮৪৭ টাকা। আপনি যদি ১৫,০০০ টাকা পর্যন্ত ডাউনপেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার ঋণের পরিমাণ হবে ১,৩৮,৮৪৭ টাকা। ৩৬ মাসের জন্য ৯.৭ শতাংশ হারে ব্যাঙ্কের সুদ হলে প্রতি মাসে ৪,৪৬১ টাকা দিতে হবে। অর্থাৎ অন রোড দাম অনুযায়ী ২১,৭৪৯ টাকা বেশি দিতে হবে।
ফিচার্স-
১. সম্পূর্ণ চার্জে ৩০০ কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়া যাবে। এটির সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটার।
২. এই স্কুটারের ব্যাটারী ক্যাপাসিটি হল ৪.৮ kwh+১.৬ kwh। এছাড়াও, মোটরের ক্ষমতা হলো ৮৫০০ rpm।
৩. স্কুটারটির ওজন ১১০ কেজি। ভিতরে আপনি ৩০ লিটারের অ্যাডিশনাল স্টোরেজও পাবেন।
৪. এই স্কুটার মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। এতে দু’টি লিথিয়াম আয়ন ব্যাটারী রয়েছে। যেগুলি আপনি চার্জিং স্টেশনে অথবা বাড়িতেও চার্জ করতে পারেন। সেক্ষেত্রে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ২.৭৫ ঘন্টা।