
বর্তমান সময়ে অটোমোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা ক্রমাগত বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থাগুলি বিভিন্ন ধরনের গাড়ির মডেল এনে চমকে দিয়েছে গ্রাহকদের। সেরকমই একটি সংস্থা হলো ‘টাটা মোটরস’। দেশের এই সংস্থা বর্তমানে যুব সমাজের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সংস্থার ‘হ্যাচব্যাক’ থেকে শুরু করে ‘এসইউভি’ বিভিন্ন ধরনের গাড়ির মডেলগুলি বাজেট সুলভ।
ফলে আগের তুলনায় গাড়ির বিক্রয় বেড়ে গিয়েছে বহুমাত্রায়। কিছুদিন আগেই ‘মিনি এসইউভি’ সেগমেন্টে তাদের নতুন একটি গাড়ি বাজিমাত করেছে। কারণ, সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় নাম তুলেছে সেই গাড়িটি। বাজেট মূল্যের এই ‘টাটা পাঞ্চ’ মাত্র ১০ মাসে বিক্রি হয়েছে এক লাখ ইউনিট। এতে যেমন রয়েছে দুর্দান্ত ফিচার, সাথে রয়েছে ফাইভ স্টার সেফটি রেটিং।
আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গাড়ির কিছু ফিচার সম্পর্কে-
১.এতে রয়েছে ১.২ লিটারের একটি ইঞ্জিন, যা ৮৬ ps পাওয়ার ও ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে।
২.এতে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। একইসাথে রয়েছে ৩৬৬ লিটারের বুট স্পেস ও ১৮৭ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স।
৩.শুধু তাই নয় এই গাড়িতে অত্যাধুনিক ফিচারও রয়েছে। যেমন-টিল্ট স্টিয়ারিং, অ্যান্টি স্টল মেকানিজম, অ্যাডজস্টেবল নেটওয়ার্ক হেডরেস্ট, ড্রাইভ মোড ইত্যাদি।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই গাড়ির এক্স-শোরুম মূল্য ৬ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। আর এর টপ ভেরিয়েন্টটির দাম ৯.৫৪ লাখ টাকা।